প্রধানমন্ত্রীকে নিয়ে ফারুকীর স্ট্যটাস!

353

১৩ সেপ্টেম্বর রাত সাড়ে বারটার দিকে চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, চিত্রনাট্যকার এবং নাট্য নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে একটি স্ট্যাটাস দিয়েছেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত মঙ্গলবার সকালে বিমানে ঢাকা থেকে রওনা হয়ে প্রথমে কক্সবাজার এবং সেখান থেকে সড়কপথে উখিয়ায় পৌঁছান। এরপর কুতুপালং ক্যাম্পে পৌঁছে সেখানে আশ্রয় নেওয়া মিয়ানমারের নারী, পুরুষ, শিশুদের সঙ্গে কথা বলেন।

পরে সংক্ষিপ্ত বক্তৃতা করেন এবং শরণার্থীদের মধ্যে ত্রাণ বিতরণ করেন। সে সময় মিয়ানমার সরকারের প্রতি নির্যাতন বন্ধের আহ্বান জানান তিনি।

প্রধানমন্ত্রীকে নিয়ে ফারুকির স্ট্যটাসটি তুলে ধরা হল-

‘মাননীয় প্রধানমন্ত্রী, আজকের দিনে আপনি যেভাবে আপনার অবস্থান পরিষ্কার করেছেন অসহায় রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য, তার জন্য আপনি ইতিহাসে অন্য জায়গায় থাকবেন।’

‘আমি জানি অনেকেই বলবেন, আমরা তো অনেক দিন ধরেই লাখ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছি। কিন্তু আপনারা যদি, দুই বড় ভাই রাষ্ট্রের অবস্থান, মারাত্মক সিকিউরিটি এবং অর্থনৈতিক ঝুঁকি- এগুলা মাথায় রাখেন তাহলে মানবেন তাঁর এই অবস্থান মানে বহন করে।’

‘মানুষের পাশে মানুষ হয়ে দাঁড়ানোর এই অ্যাটিচুড আরেকবার মনে করে দিয়েছে আপনি কার মেয়ে।’

‘এবার আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়, বিরোধী দল, সকল আন্তর্জাতিক যোগাযোগ সম্পন্ন ব্যক্তিবর্গের কাজ মিয়ানমারকে বিশ্বের কাছে কাঠগড়ায় তোলা যাতে তারা দ্রুত তাদের নাগরিকদের ফিরিয়ে নেয়।’

মাননীয় প্রধানমন্ত্রী, আজকের দিনে আপনি যেভাবে আপনার অবস্হান পরিষ্কার করেছেন অসহায় রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য, তার জন্য আপনি …

Posted by Mostofa Sarwar Farooki on Tuesday, September 12, 2017

আগামী মাসে অর্থাৎ ২৭ অক্টোবর বাংলাদেশসহ ভারতও বিশ্বের আরও কয়েকটি দেশে ফারুকী নির্মিত ‘ডুব’ ছবিটি মুক্তি পেতে  যাচ্ছে। এতে অভিনয় করেছেন বলিউডের অভিনেতা ইরফান খান, বাংলাদেশের তিশা, রোকেয়া প্রাচী ও ভারতের পার্নো মিত্র। বাংলাদেশ থেকে ছবিটি প্রযোজনা করেছে জাজ মাল্টিমিডিয়া ও ভারত থেকে প্রযোজনা করেছে এসকে মুভিজ, ছবির সহ-প্রযোজক ইরফান খান। ফারুকীর আগের সব ছবিই রয়েছে হিটের তালিকায়। এই ছবিটি আগের সব ছবিকে ছাড়িয়ে যাবে বলে আশা করা যাচ্ছে।