অনেক বাধা-বিপত্তির পর অবশেষে শুরু হতে যাচ্ছে যৌথ প্রযোজনার সিনেমা ‘চালবাজ’-এর শ্যুটিং। সিনেমাটির প্রধান চরিত্রে অভিনয় করছেন শাকিব খান। ইতোমধ্যে শাকিব খান লন্ডনে পৌঁছেছেন।
লন্ডনের হিথ্রো বিমানবন্দরে বুধবার বাংলাদেশ সময় রাত ৯টার দিকে পা রাখেন শাকিব। ওই সময় তাকে ফুলেল স্বাগত জানাতে উপস্থিত হন ‘চালবাজ’ সংশ্লিষ্ট বেশ কয়েকজন। নিরাপদেই বিমান অবতরণ করেছে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে সেই কথা নিজের ফেসবুক পেজে ছবি শেয়ার করে জানিয়ে দিলেন শাকিব খান।
যৌথ প্রযোজনার সিনেমা ‘চালবাজ’ পরিচালনা করছেন বাংলাদেশের অনন্য মামুন ও ভারতের জয়দীপ মুখার্জি। এর আগে জয়দীপের পরিচালনায় দুই সিনেমা দেখা গেলেও অনন্যর সঙ্গে প্রথমবার কাজ করছেন শাকিব। এই সিনেমায় শুভশ্রী গাঙ্গুলিকে দেখা যাবে শাকিবের নায়িকা হিসেবে।
‘চালবাজ’ সিনেমাটির শুটিং শুরুর কথা ছিল জুন মাসে। সে অনুসারে শাকিব’সহ পুরো টিম লন্ডনে যায়। কিন্তু গোল বাধায় কলকাতার ‘ফেডারেশন অব সিনে টেকনিশিয়ানস অ্যান্ড ওয়ার্কাস অব ইস্টার্ন ইন্ডিয়া’। ফেডারেশনের দাবি, বিদেশে শুটিংয়ের ক্ষেত্রে নিয়মমাফিক ১৯জন চলচ্চিত্রকর্মীকে নিয়ে যায়নি প্রযোজক সংস্থা এসকে মুভিজ। ট্রলি, আর্ট সেটিং, প্রোডাকশনের কাউকে নিয়ে যাওয়া হয়নি। তাই কাজ আটকে যায়। এ নিয়ে জল অনেক দূর গড়ায়। অবশেষে বিদেশি টেকনিশিয়ানদের নিয়েই কাজ শুরু হচ্ছে।
এদিকে ‘চালবাজ’-এর শুটিংয়ের ফাঁকে ওমান যাবেন শাকিব ও পরিচালক অনন্য মামুন। ১৪ সেপ্টেম্বর বাংলাদেশি তারকাদের নিয়ে ওমানে অনুষ্ঠিত হতে যাচ্ছে জমকালো সাংস্কৃতিক আয়োজন ‘ঢালিউড ব্লাস্ট’। এর ব্যবস্থাপনায় আছেন অনন্য মামুন। সব মিলিয়ে দেশের বাইরে শাকিব খানের বর্তমানে খুব ব্যাস্ত সময় যাচ্ছে।