নায়করাজের নামে ১ টি শুটিং ফ্লোর ও স্ট্যাচু নির্মাণ করা হোক : রোজিনা

387

নায়করাজের স্মরণে চলচ্চিত্র পরিবারের আয়োজনে শোক সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয় আজ শনিবার (২৬ আগস্ট) সকাল ১১ টায়। চলচ্চিত্রের অনেক শিল্পিরাই সেখানে উপস্থিত ছিলেন। সেখানে চলচ্চিত্র পরিবারের কাছে রোজিনা অনুরোধ করেন বলেন, ‌‘এফডিসিতে রাজ্জাকের নামে একটা স্ট্যাচু করা হয়, আর একটা ফ্লোরের নাম যেন এ নায়কের নামে করা হয়। আমি এই দাবি জানাচ্ছি। যদিও রাজ্জাক সাহেবের অবদানের কাছে এটুকু নিতান্তই নগন্য, তবুও এফিডিসিতে পা রেখে তার সম্মানে নত হতে চাই। সেজন্য এটুকু দাবি আমার রইলো।’

নায়করাজকে শ্রদ্ধা জানানোর প্রসঙ্গে রোজিনা বলেন, ‘রাজ্জাক সাহেবকে দেয়ার মত আমাদের কিছুই নেই। উনিই বরাবর আমাদেরকে দিয়ে গেছেন। সুতরাং আজ এই সামান্য কাজটা করে আমরা আমাদের নায়ককে সম্মান জানাতে পারি।’

রোজিনা আরো বলেন, ‘বাংলা চলচ্চিত্র যতদিন বেঁচে থাকবে ততদিন বেঁচে থাকবেন নায়করাজ রাজ্জাক। উনি শুধু নায়কই ছিলেন না উনি ছিলেন একজন শিক্ষক। উনি আমাদের সবার অভিভাবক ছিলেন।’

নায়করাজ রাজ্জাকের সাথে বেশ কয়েকটি ছবিতেই একসাথে অভিনয় করেছিলেন রোজিনা।