মুক্তি পেল “গোল্ড” ছবির ট্রেলার

235

১৯৩২ ও ১৯৩৬ সালে দুবার অলিম্পিকে হকিতে স্বর্ণপদক জেতে ভারত। কিন্তু তখন ব্রিটিশ শাসনের অধীনে থাকায় দুবারই স্বর্ণপদক দেওয়া হয় ব্রিটিশ ইন্ডিয়ার নামে। পতাকাও উত্তোলন করা হয় ব্রিটিশ ইন্ডিয়ার। কিন্তু এরপরই দৃশ্যপটে আসে পরিবর্তন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে ১২ বছর বন্ধ থাকে অলিম্পিক। এই ফাঁকে ভারতও অর্জন করে তাঁদের স্বাধীনতা। ১২ বছর কোনো খেলা না থাকায় বিচ্ছিন্ন হয়ে যায় ভারতের হকি দল।

একজন বাঙালি হকি কোচের ভূমিকায় অভিনয় করছেন অক্ষয়। রুপালি পর্দায় পুরুষ হকি দলের পদকটা বাকি রয়ে গিয়েছিল। আর এবার সে আক্ষেপটা পূরণ করতে যাচ্ছেন অক্ষয় কুমার। ” গোল্ড” ছবিটি নির্মিত করা হয়েছে অলিম্পিকে হকির খেলায় ভারতের স্বর্ণপদক জয়কে কেন্দ্র করে।

“গোল্ড ছবিটি নির্মাণ করেছেন রেমা কাগতি আর ছবি প্রযোজকের ভূমিকায় আছেন রিতেস সিধওয়ানি ও ফারহান আখতার। অক্ষয় কুমারের সাথে আরও যারা অভিনয় করছেন তারা হলেন,কুনাল কাপুর, অমিত শোধ, ভিনেত কুমার সিং ও সানি কুশাল।

এক্সেল এন্টারটেইনমেন্ট ছবিটি নিয়ে আসছে। জানা গেছে ১৫ আগস্ট ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে মুক্তি দেয়ার কথা আছে।