কলকাতায় ‘গুরুত্বহীন’ বাংলাদেশের নায়করাজ

575

নায়করাজ রাজ্জাক জন্ম নিয়েছিলেন ভারতের পশ্চিমবঙ্গে। দেশভাগের সময় তিনি এপারে চলে আসেন। পরবর্তিতে তিনি কলকাতার অনেক ছবিতেও বেশ দাপটের সাথে অভিনয় করেন। কিন্তু দুঃখ জনক হলেও সত্য যে কিংবদন্তী নায়করাজ রাজ্জাকের মৃত্যুর খবর কলকাতার অধিকাংশ গনমাধ্যমে প্রায় নেই বললেই চলে। এবেলা, বর্তমান, ২৪ ঘন্টা , কলকাতা ২৪*৭.কম প্রভৃতি গনমাধ্যমে নায়করাজের মৃত্যুর কোন খবর ছাপা হয় নি । কেবল আজকাল,সংবাদ প্রতিদিন এ দুটি খবর পাওয়া গেছে । এর মধ্যে একটি অভিনেত্রী জয়া আহসানের লেখা।

বরাবরই কলকাতার গণমাধ্যমে বাংলাদেশের শিল্পীরা অবহেলিত । এমনকি যৌথ প্রযোজনার ছবিতেও কলকাতায় এ দেশের শিল্পীদের প্রমোট করতে দেখা যায় না । কিন্ত সব ইস্যুতেই কলকাতার শিল্পীদের নিয়ে আমাদের গণমাধ্যমের মাতামাতি লক্ষ্যণীয়। এর আগে দুই বাংলাতেই তুমুল জনপ্রিয় লেখক হুমায়ুন আহমেদের  মৃত্যুও গুরুত্ব পায়নি কলকাতার সংবাদপত্রে। এরপর রাজ্জাকের মৃত্যুর পর বিষয়টি আরো চোখে পড়লো ।

কলকাতার শিল্পীদের মধ্যে প্রসেনজিৎ আর ঋতুপর্ণা ছাড়া কাউকেই দুঃখ প্রকাশ করে কোন বাৰ্তা দিতে দেখা যায় নি। যদিও তিনি কলকাতার অনেক ছবিতে তিনি দাপটের সাথে অভিনয় করেছেন।