এফডিসিতে জানাজা, ১২ টায় শহীদ মিনার, বনানীতে দাফন

105

বাংলাদেশের চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা নায়করাজ রাজ্জাক সোমবার (২১ আগস্ট) সন্ধ্যা ৬টা ১৩ মিনিটে ইউনাইটেড হাসপাতেলে মৃত্যুবরণ করেন। সকাল সাড়ে ১০টায় নায়করাজের মরদেহ নেয়া হবে এফডিসিতে। সেখানে প্রথম জানাজা শেষে ১২টায় মরদেহ শহীদ মিনার প্রাঙ্গণে নিয়ে যাওয়া হবে সব গার্ড অব অনার প্রদান করতে এবং সর্ব সাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য।

এই কিংবদন্তী নায়করাজের অনেকদিনের সহকর্মী, বন্ধু বা ভাই অভিনেতা আলমগীর বলেন, ‘কথা ছিল রাজ্জাক ভাইয়ের মেজো ছেলে বাপ্পি কানাডা থেকে দেশে ফিরলে দাফনের ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে। কিন্তু কিছু ঝামেলা থাকায় তিনি মঙ্গলবার দেশে আসতে পারবেন না। তাই আগামীকাল বিকেল ৪টায় রাজ্জাক ভাইয়ের মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় বনানী কবরস্থানে সমাহিত করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।’

তিনি আরও বলেন, ‘রাজ্জাক ভাই একুশে পদকপ্রাপ্ত একজন বুদ্ধিজীবী। তাই রাষ্ট্র তার মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে রেখে গার্ড অব অনার প্রদান করা হবে। সেখানে রাষ্ট্রের প্রতিনিধি হিসেবে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু উপস্থিত থাকবেন। তার আগে রাজ্জাক ভাইয়ের আজীবনের প্রিয় স্থান এফডিসিতে একটি জানাজা অনুষ্ঠিত হবে।’

তিনি জানালেন, দুপুর ৩টায় গুলশানের আজাদ মসজিদে সর্বশেষ জানাজা অনুষ্ঠিত হবে। নায়করাজ জীবিত অবস্থায় প্রায়ই এই মসজিদে নামাজ পড়তেন বলে জানান তাঁর ছেলে সম্রাট।