এবার সালমান শাহ ইস্যুতে মুখ খুললেন শাবনূর

2270

সালমান শাহ – চলচ্চিত্র জগতের অমর এক নাম। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রাজধানীর ইস্কাটনের নিজ ফ্ল্যাটে তিনি আত্মহত্যা করেছেন না খুন হয়েছেন সে রহস্য সমাধানের জন্য একুশ বছর ধরে তার ভক্তরা অপেক্ষা করছেন। এই মহা নায়কের মৃত্যুতে ২১ জন তরুনী আত্মহত্যা করলেও সালমান নিজে আত্মহত্যা করেছেন না খুন হয়েছেন তা আজো অজানা রয়ে গেছে। এদিকে সালমান শাহ মৃত্যু রহস্য ইস্যুতে একের পর এক নতুন নতুন তথ্য দিয়ে চাঞ্চল্য তৈরি করছেন সালমান শাহ ‘হত্যা মামলা’র আসামী রুবি সুলতানা।

সম্প্রতি আমেরিকার অনলাইট টিভি টাইম টেলিভিশনে লাইভে এসে এক ঘণ্টা ১৭ মিনিটের এই ভিডিওর ৩৪ মিনিটের মাথায় রুবি বলেন, ‘সামিরা আমাকে বলেছিল যে শাবনূরের সঙ্গে ইমনের (সালমান শাহ’র) এফেয়ার ছিল। শাবনূর প্রেগনেন্টও হয়েছিল। সিঙ্গাপুরে নিয়ে ইমন তার অ্যাবোর্শন করিয়েছে। এগুলো সব সামিরার কাছ থেকে শুনেছি।’

জনপ্রিয় নায়িকা শাবনূর এ প্রসঙ্গে এক গণমাধ্যমে বলেন,‘আমি আসলে তার (রুবির) ইন্টারভিউটি দেখিনি। তাই আসলে কিছু বলতে পারছি না। আমাকে দেখতে হবে। তারপর বলতে হবে। তবে এগুলো সে কেন করছে, কী কারণে করছে, সেগুলো আগে জানা দরকার। আর তদন্ত হওয়া উচিত। এগুলো সে কেনো এমন করছে। কে কী বললো এসব নিয়ে মাথা ঘামানোর সময় আমার নেই। যারা সালমান শাহর বিষয়টির তদন্ত করছেন। তারাই একদিন না একদিন তদন্ত শেষে বিষয়টির সুরহা করবেন। এর চেয়ে আর বেশি কিছু বলার নাই। সত্যি কখনও চাপা থাকে না।’

‘শাবনূর প্রেগনেন্ট হয়েছিল’ রুবির দাবি করা এ ধরনের তথ্যকে ভিত্তিহীন বলে দাবি করেছেন ৯০ দশকের জনপ্রিয় অভিনেত্রী শাবনূর। তিনি বলেন,‘রুবি যদি এ ধরনের বানোয়াট মিথ্যা কথা বলে থাকে এটা খুবই দুখ:জনক। তিনি কেনো বানিয়ে বানিয়ে এ ধরনের মিথ্যা কথা বলছেন তা আমার বোধগম্য নয়। আমি নিজেই বুঝতেছি না। কেন তিনি আমাকে জড়িয়ে এ ধরনের কথাগুলো বলেছেন?। তবে আমি এটুকু বলতে পারি তার দাবি সত্যি নয়।’

সামিরার ব্যাপারে শাবনূর বলেন,‘সামিরাকে (সালমান শাহর স্ত্রী) তো আমি অনেক পছন্দ করি। আমি যখন সালমান শাহর সঙ্গে শুটিং করতাম সামিরা তখন সব সময় ছবির শুটিং ইউনিটে থাকত। আর ওকে ছাড়া সালমান কখনও আমার শুটিং ইউনিটে আসেনি। আর সামিরা রুবিকে এরকম কিছু বলতে পারে বলে আমার মনে হয় না। ওকে আমি ব্যক্তিগতভাবে চিনি। ও ভালো একটা মেয়ে। সে যদি এরকম বাজে বাজে কথা বলে জনগণের কাছে আমাকে হেয় পতিপন্ন করতেই থাকে। আমি মানহানির মামলা করব। মানসম্মান রক্ষার জন্য মামলা করা ছাড়া আর কোন উপায় থাকবে না। তিনি মিথ্যা কথা এক জনের উপর চাপিয়ে দিচ্ছেন। বিষয়টা তো ঠিক নয়।’

এদিকে ‘সালমান-সামিরার দাম্পত্য কলহের জন্য দায়ী শাবনূর’। গণমাধ্যমে এমন খবরও গত কয়েকদিন আগে প্রকাশ হয়েছে। এ ব্যাপারে সামিরার বর্তমান স্বামী মোস্তাক গণমাধ্যমকে বলেছেন, ‘সালমান-সামিরার মধ্যে শাবনূর তৃতীয় ব্যক্তি। তিনিও একটি রোল প্লে করেছেন। বিভিন্ন সময় তাকে নিয়ে ঝগড়া করতেন সালমান-সামিরা।’

এ প্রসঙ্গে শাবনূরের মন্তব্য জানতে চাইলে তিনি বলেন,‘সালমান শাহর বয়সের তুলনায় আমি তো ছোট ছিলাম। সে আমাকে পিচ্চি বলে ডাকত। যেমন-শুটিংয়ের সময় এই পিচ্চি এই দিকে আয়। মানে তুই বলে সম্বোধন করত। আবার বলত, পিচ্চি কাজটা ঠিকভাবে করিস। সালমান বলতো, দেখ-আমার কোন বোন নেই। তুই আমার বোন। আর সালমান শাহর মাও নিজে বিভিন্ন সময় এ কথা সাক্ষাৎকারে বলেছেন।’ মাত্র তিন বছরের চলচ্চিত্র জীবনে সালমান শাহ অভিনয় করেছেন ২৭টি ছবিতে। আর তার ১৪টি ছবিতে তাঁর নায়িকা ছিলেন শাবনূর।

‘সে আমার একজন ভাল সহ-শিল্পী ছিল। তাকে সম্মান করি। এখনও সবাই ওকে ভালোবাসে। আর কেউই এটা আশা করেনি। যে এভাবে ও চলে যাবে। একদিন না একদিন সাধারণ মানুষ ওর মৃত্যুর সত্য ঘটনা জানবেই। সবকিছুর একটা সুরহা হোক এটাই আমিও চাই।’ বললেন শাবনূর।

সালমান শাহ হত্যা মামলা রহস্য সমাধানের অপেক্ষায় আছে ভক্তকুল তথা পুরো দেশবাসী ।