লেগ স্পিন কান্ডে ভাইরাল পুলিশ সদস্য! StarGolpo.com

104

বেশকিছুদিন থেকেই কোটা প্রথা সংস্কারের দাবিতে রাজধানীতে আন্দোলন করে আসছে ছাত্র সমাজ। পুলিশের লাঠিচার্জ , টিয়ারশেল , রাবার বুলেট উপেক্ষা করে আন্দোলন চালিয়ে যাওয়ার সব অতিমানবীয় ছবি প্রকাশ পাচ্ছে গত কিছুদিন থেকেই। শত আঘাতে জর্জরিত ছাত্র সমাজ তারপরও ছেড়ে যায়নি রাজপথ বরং দাবি আদায় না হওয়া পর্যন্ত রাস্তায় থাকার ঘোষণা এসেছে তাদের পক্ষ থেকে।

এদিকে গতকাল ছাত্রদের ওপর হামলা কালে লেগস্পিন বোলিং করার আদলে ইটা ছুড়ে ভাইরাল হয়েছেন এক পুলিশ সদস্য। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ছবি চলে আসার পর মুহূর্তে ভাইরাল হয়ে যায় ছবিটি। ছবিতে দেখা যায় হুবহু লেগ স্পিন বোলিং করার ভঙ্গিমায় আন্দোলন কারীদের দিকে ইটা ছুড়ছেন তিনি।  এমন গুরুতর সময়েও এ ছবি কিছুটা হাসির খোরাক বয়ে আনে ফেসবুকে।

ক্যাপশন চলতে থাকে ‘তিনি হতে পারতেন ভালো স্পিনার। অন্তত একজন ভালো বোলার। সুনাম বয়ে আনতে পারতেন বাংলাদেশের জন্য।’ কেউ বলছেন, ‘সেটা হয়তো হয়ে উঠতে পারেননি তিনি নানা বাস্তবতায়। তবে তার মধ্যে যে খেলোয়াড় মনোভাব সবসময়ই কাজ করে, তা তিনি প্রমাণ করলেন এই বিশেষ ভঙ্গিতে ইট-পাটকেল ছোঁড়ার ভঙ্গিতে।’

কেউ বা আবার বলছেন বিশ্বকাপের আগে একজন ভালো লেগস্পিনার পাওয়া গেলো। ‘
পেজগুলোতে সেই পুলিশ সদস্যের সাথে জুড়ে দেওয়া হয় বিশ্বমানের সব লেগ স্পিনারদের ছবিও।