বক্স অফিসে সালমান খানের টিউবলাইট নিভু নিভু করে জ্বলতে জ্বলতে নিভে গিয়েছে। দর্শকরা আগ্রহী হননি মোটেই এ ছবির প্রতি। কিন্তু সালমান খান ভেবেছিলেন, ৬২র ভারত-চীন যুদ্ধের পটভূমিকায় টিউবলাইট তাঁর কেরিয়ারের মাইলস্টোন হয়ে থাকবে।
কিন্তু ফ্লপ হওয়া এ ছবিটি নিয়ে পরিবেশকদের অনেক বড় ক্ষতি হয়ে যাওয়ায় তারা ক্ষতি টা কোন ভাবে পুষিয়ে নিতে না পারায় তাদের পাশে এসে দাড়ান সালমান স্বয়ং। তিনি জানান যে, তিনিই পরিবেশকদের সব লোকসান পুষিয়ে দেবেন। এ জন্য তাঁর খরচ হবে ৩৫ কোটি টাকা।
ঈদের বাজারে সুপারহিট হওয়ার আশা নিয়ে নির্মিত ছবি টিউবলাইট প্রথম সপ্তাহের শেষে মাত্র ৬৪.৭৭ কোটি টাকার ব্যবসা করেছে। ছবির জন্য ডিস্ট্রিবিউটরদের যা লোকসান হয়েছে এই ৩৫ কোটি তার অর্ধেক। জুলাইয়ের শেষেই সালমানের ওই টাকা ফিরিয়ে দেওয়ার কথা ছিল কিন্তু তখন তিনি আইফা অ্যাওয়ার্ডস নিয়ে ব্যস্ত হয়ে পড়ায় টাকাটা এখনও দেওয়া হয়ে ওঠে নি তার। তবে খুব শীঘ্রই তিনি টাকাটি দিয়ে দিবেন বলে আশা করা যাচ্ছে।