অর্থমন্ত্রীকে চিঠিতে কি লিখলেন দেব !

301

ভারতের কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলিকে চিঠি দিয়েছেন অভিনেতা-সাংসদ দেব। সেই চিঠিতে দেব অনুরোধ জানিয়েছেন যে, আঞ্চলিক ছবিতে জিএসটি যেন ৫ শতাংশ করা হয়। চিঠির কার্যকরণ এখনো না হলেও এই চিঠির কারণে দেব সবার নিকট প্রশংসা পাচ্ছেন বেশ। দেশটির কেন্দ্রীয় সরকারের প্রস্তাবিত জিএসটিতে চলচ্চিত্রশিল্পর ওপর ২৮ শতাংশ কর চাপানোর বিরোধিতা করেছে টলিউডসহ প্রায় সব রাজ্যর ফিল্ম ইন্ডাস্ট্রি। টালিগঞ্জের কলাকুশলীরা ইতিমধ্যে প্রতিবাদসভাও করেছেন।

অরুণ জেটলিকে লেখা চিঠিতে দেব বলেছেন, আঞ্চলিক সিনেমাশিল্পর অবস্থা এমনিতেই খারাপ। নতুন কর নিয়মটি চালু হওয়ার আগে পশ্চিমবঙ্গকে মাত্র ২ শতাংশ কর দিতে হতো। কিন্তু, করের বোঝায় এখন প্রায় বন্ধ হয়ে যাচ্ছে ছোট সিনেমা হলগুলি। কাজ হারাচ্ছেন বহু মানুষজন। এই পরিস্থিতির সমাধানে কেন্দ্রীয় অর্থমন্ত্রীর কাছে দেবের আবেদন, করের বোঝা কমিয়ে সর্বনিম্ন স্তরে নিয়ে যাওয়া হোক।

আক্ষরিক অর্থে গত মাস থেকে জিএসটি চেপে যাওয়ায় প্রবল ক্ষতির মুখে পড়েছে আঞ্চলিক ছবি। কপালে হাত পড়েছে ছবি নির্মাতাদের। বাধ্য হয়ে সিনেমা হল বন্ধ করে দিচ্ছেন অনেকেই।

তবে দেবের চিঠি অনু্যায়ী কেন্দ্রীয় অর্থমন্ত্রী একটি উপযুক্ত সুষ্ঠ পদক্ষেপ নেবেন বলে আশা করা যাচ্ছে।