ফেঁসে গেলেন শাহরুখ খান, পেলেন আইনি নোটিস !

242
বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগে শাহরুখ খানকে আইনি নোটিস

কিং খানকে আইনি নোটিস ধরালেন ভোপালের বাসিন্দা রাজকুমার পান্ডে। বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগ এনেছেন তিনি ।

রাজকুমারের অভিযোগ, বিজ্ঞাপনের মাধ্যমে সাধারণ মানুষকে ভুল পথে চালিত করছেন শাহরুখ। একটি শেভিং ক্রিমের বিজ্ঞাপনে ওই বিশেষ ক্রিমটিকে পুরুষদের ব্যবহৃত ভারতের এক নম্বর ক্রিম বলে উল্লেখ করেছেন তিনি। রাজকুমার শাহরুখের বিজ্ঞাপনে প্রভাবিত হয়ে ওই শেভিং ক্রিম ব্যবহার করেন এবং ক্ষতিগ্রস্থ হোন । যার জন্য একটি সরকারি হাসপাতালে চিকিৎসাও করাতে হয় রাজকুমারকে। এর পরই তিনি ভোপালের ক্রেতা সুরক্ষা আদালতে মামলা করেন।

রাজকুমার পান্ডে দাবি করেন তিনি শেভিং ক্রিমটিকে মধ্যপ্রদেশের ফুড এবং ড্রাগ বিভাগে নিয়ে গিয়ে পরীক্ষা করিয়েছেন এবং তাদের রিপোর্টেও এই ক্রিমটিকে খারাপ ও নিম্নমানের বলে উল্লেখ করা হয়েছে।এ অভিযোগের পরিপ্রেক্ষিতে বিচারপতি কাশীনাথ সিংহ অভিনেতা শাহরুখ খান, সংশ্লিষ্ট ক্রিম প্রস্তুতকারী সংস্থা, স্থানীয় দোকানদার ও মধ্যপ্রদেশের ফুড এবং ড্রাগ বিভাগের ডিরেক্টরকে নোটিস পাঠান। যদিও এই বিষয়ে কিং খানের কোনও বিবৃতি পাওয়া যায়নি।