বাংলাদেশের নাট্যজন ও মুক্তিযোদ্ধা নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চু খ্যাতিমান অভিনেতা, পরিচালক, প্রযোজক, সংগীত পরিচালক, গায়ক ও গীতিকার খান আতাউর রহমানকে ‘রাজাকার’ বলে মন্তব্য করেছেন। ব্যাপারটিকে অনেকেই নেতিবাচক হিসেবে নিয়েছেন।
নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চুর বিষয়টি ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মহলে আলোচিত হচ্ছে। বিষয়টি নিয়ে খান আতাউর রহমানের ছেলে কণ্ঠশিল্পী আগুন জনগণের উদ্দেশ্যে একটি খোলা চিঠি লিখেন। আগুনের লেখা এ চিঠিটি হুবুহু তুলে ধরা হলো-
‘বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব এবং আমার অত্যন্ত শ্রাদ্ধাভাজন নাসিরউদ্দিন সাহেব আমার বাবা খান আতাউর রহমান সম্বন্ধে কী যেন বলেছেন নিউ ইয়র্কের কোনো একটি অনুষ্ঠানে। আমি মনে প্রাণে চাইব যে, সেই ভিডিও ক্লিপটি যেন ভার্চুয়াল মিডিয়ার মাধ্যমে সারা পৃথিবীর বাংলা ভাষাভাষীদের কাছে পৌঁছে যায় যত তাড়াতাড়ি সম্ভব।
যেহেতু আমার বাবা জনগণের কাছের মানুষ, তাই তাদের প্রতিক্রিয়া জানার পর, প্রয়োজনে আমি প্রেস কনফারেন্স করব। অবশ্যই সাথে থাকবে ভার্চুয়াল মিডিয়া। আমার কাছে সদ উত্তর আছে। বাচ্চু সাহেবের প্রতি রইল আমার প্রাণঢালা অভিনন্দন’।
আগুনের চিঠির জবাবে এখনো কিছু বলেন নি নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চু।