শীর্ষ চমকের সব গল্প নিয়ে আসছে ‘ছায়া ও ছবি’

502

কৌশিক গাঙ্গুলীর নতুন সিনেমা ‘ছায়া ও ছবি’ নিয়ে এই মুহুর্তে টলিউড পাড়ায় চলছে ব্যাপক আলোচনা। কৌশিক গাঙ্গুলীর ‘ছায়া ও ছবি’ দিয়ে প্রায় দুই বছর পর টলিউডের রুপালি পর্দায় ফিরছেন নায়িকা কোয়েল মল্লিক। কোয়েল মল্লিকের সর্বশেষ ছবি ছিল ২০১৫ সালে মুক্তিপ্রাপ্ত ‘বেশ করেছি প্রেম করেছি’।

প্রথমে ছবিটির একাধারে পরিচালক, অভিনেতা, চিত্রনাট্যকার কৌশিক গাঙ্গুলী বলছেন, ‘ছায়া ও ছবি’ নির্মল প্রেমের গল্প’।

কিন্তু গত শুক্রবার ইউটিউবে মুক্তিপ্রাপ্ত সিনেমাটির ট্রেলার বলছে, এ শুধুই প্রেমের গল্প নয়, যেখানে রয়েছেন এক নায়িকা; তার আড়ালে সাধারণ একটি মেয়ে ঘুরপাক খাচ্ছে তার বর্তমান এবং ফেলে আসা ভালোবাসা ও ভালো লাগা নিয়ে। রয়েছে গ্ল্যামার, রাজনীতি, প্রতিহিংসা, সর্বোপরি ক্যামেরার মধ্যে ক্যামেরার কাহিনি। কৌশিক গাঙ্গুলীর ভাষায়, ‘সিনেমার মধ্যে একটি সিনেমা।’ তবে প্রেক্ষাপট ফিল্ম ইন্ডাস্ট্রি। ছবির পরিচালনা, গল্প ও চিত্রনাট্যও তাঁর।

এ সিনেমায় কোয়েল বাণিজ্যিক ছবির প্রতিষ্ঠিত নায়িকা ও আবীর নায়ক। ট্যুর গাইডের চরিত্রে ঋত্বিক চক্রবর্তী। পার্শ্বচরিত্রদের মধ্যে আরও আছেন চূর্ণী গঙ্গোপাধ্যায় ও বরুণ চন্দ। ‘ছায়া ও ছবি’তে বরুণ একজন প্রযোজক। তাঁর মেয়ে চূর্ণী গঙ্গোপাধ্যায়। দুজনেরই বসবাস বিদেশে। চূর্ণী একটি ছবি বানাবেন, এ জন্য বাবা-মেয়ে দেশে ফিরে আসেন।

ছবিটির পরিচালক কৌশিক গাঙ্গুলী আগে একবার বলেছিলেন, ‍‍‘একটা নির্মল প্রেমের গল্প বলবে। কোনো রকম পুরস্কারের জন্য এ ছবি বানাচ্ছি না। যেমন “বাস্তু-শাপ”ও কোনো রকম পুরস্কারের কথা মাথায় রেখে বানাইনি। একটা উদাহরণ দিই, ধরুন সারগামের গা আর মা, এ দুটোর মধ্যে কিন্তু অনেক রকম স্তর থাকে। ঠিক তেমন, এ প্রেমের গল্পে সেই সব স্তরই ছুঁয়ে দেখার চেষ্টা করব। এ ছবিতে সম্পর্কের পরিণতবোধের অনেক জায়গা আছে। অনেক অনুভূতি রয়েছে, যা ফুটিয়ে তোলার চেষ্টা করব “ছায়া ও ছবি”র পর্দায়।’

‘ছায়া ও ছবি’ সিনেমার ভেতরকার গল্পে থাকছে পরিচালকের ব্যক্তিগত ছোঁয়া ও ভাবনার প্রতিফলন। কৌশিক গাঙ্গুলী বাংলা সিনেমায় নতুন এক চমক নিয়ে এসেছেন। তাঁর প্রায় প্রতিটি ছবি মুগ্ধ করে গল্পপিয়াসি দর্শকদের। এবার আরও বড় চমকের আভাস মিলছে ট্রেলারে।

ছবিটি মুক্তি পাবে ২৫ আগস্ট। ২০১০ সালে ‘আরেকটি প্রেমের গল্প’ দিয়ে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করা কৌশিক গাঙ্গুলীর সিনেমায় থাকে নানা ধরনের বিষয়বস্তু। এই সিনেমাটিও সেই ধারাতে আরো চমক রাখবে বলে আশা করা যায়।