কবীর কি জংগী নাকি দেশপ্রেমিক ? নতুন তকমা নিয়ে হাজির হচ্ছেন দেব

600

এবার সম্পুর্ন অন্য এক রুপে দর্শকদের সামনে হাজির হতে যাচ্ছেন টলিউডের অ্যাকশন হিরো ও চকলেট বয় দেব। এই মূহুর্তে তার পিছনে ফিরে তাকানোর সময় নেই। এ যেন এক অন্য দেব।

‘ককপিট’ ছবির কাজ শেষ না হতেই এবার তিনি আসছেন ‘কবির’ সিনেমাটি নিয়ে। রাজ চক্রবর্তী, সৃজিত মুখার্জি থেকে কমলেশ্বর মুখার্জি, কোন বড় পরিচালকই বাদ যান নি তার ছবি নির্মাণ এর ক্ষেত্রে। সে ধারাতেও এবার চমক রেখে দেব এর পরিচালক হিসেবে এবার থাকছে অনিকেত চট্টপ্যাধায়। তবে ‘কবীর’ সিনেমার গল্পটিতে রয়েছে অনেক অনেক সাসপেন্স। কবীর কি জংগী নাকি দেশপ্রেমিক নাকি সাংবাদিক নাকি প্রফেসর নাকি রাজনীতিবীদ?

এমন হাজারো প্রশ্নের চমক নিয়েই এবার হাজির হচ্ছেন দেব।তবে পরিচালক শুধু বলেছেন যে, কবীর একই সাথে সন্ত্রাসী ও দেশ প্রেমিক। সম্পুর্ন দুই ধারার ভুমিকা দেব একই সাথে একই ছবিতে পালন করতে যাচ্ছেন।

আগের দুটি ছবিতে প্রযোজক ও অভিনেতা থাকলেও এবার দেব তার সাথে যোগ করেছেন আরো একটি তকমা। এই “কবির” ছবিতে তিনি প্রযোজনা ও অভিনয়ের পাশাপাশি সহ-পরিচালক হিসেবেও কাজ করবেন।

এই ছবির পরই দেবের পরের প্রডাকশন হল ‘বিনয়-বাদল-দিনেশ’। আগামি সেপ্টেম্বর এ ‘কবীর’ এর কাজ শুরু হবে। এরপর ‘বিনয়-বাদল-দিনেশ’। তবে এ বছর কোনটাই মুক্তি পাবে না। ‘কবীর’ মুক্তি পাবে ২০১৮ সালের স্বাধীনতা দিবসে।

‘কবীর’ সিনেমায় একই সাথে দেব অভিনেতা, প্রোযোজক ও সহ-পরিচালক হিসেবে কাজ করবেন। তাই চমকে পরিপুর্ন এই কাজটি নিয়ে দেবের ভক্তদের আগ্রহের কমতি নেই।