হাউজফুল চলছে বিজলি! StarGolpo.com

884

গত ১৩ই এপ্রিল সারাদেশে মুক্তি পেলো দেশের প্রথম সুপারহিরো সিনেমা বিজলি। ইতিমধ্যে সবার প্রশংসায় এ সিনেমাটির নির্মাণশৈলী এবং গল্পের ভিন্ন পরিবশেষণ। ভুল ত্রুটি কিছু যাই থাকুক, দেশের দর্শকরা সানন্দে গ্রহণ করেছে বিজলীকে। অনেকদিন পর পিওর বিনোদন প্রেমীরা মন খুলে আনন্দ নিচ্ছে বিজলীর গান গুলোয়। বাংলাদেশে এমন ঘরনার সিনেমা এর আগে না হওয়ায় সিনেমার ব্যবহৃত ভিজ্যুয়াল ইফেক্টের কাজ নিয়ে কিছুটা সংশয় থাকলেও মুক্তির প্রথম দিনেই তা উড়িয়ে দিয়েছেন ট্যালেন্টেড ডিরেক্টর ইফতেখার চৌধুরী।

সিনেমার মানসম্পন্ন গ্রাফিক্সের কাজ রীতিমত তাক লাগানোর মতো। একই সাথে অভিনেতা এবং বাকি কলাকুশলীদের সম্মিলিত চেষ্টায় এরকম একটি বিগ বাজেট মুভির সফল যাত্রার শুরু হলো। পহেলা বৈশাখ উপলক্ষে মুক্তি পাওয়া এ ছবি এখন পর্যন্ত সব কটি হলেই ভালো সেল করছে। মুক্তির প্রথম দিনেই ঢাকার হলগুলোতে দেখা যাওয়া উপচে পড়া ভিড় এখনো লেগে আছে। ঢাকার বাইরের বেশ কয়েকটি হলে খবর নিয়ে জানা যায় সেখানেও চলছে বিজলীর দাপট। ভিন্নধর্মী এ সায়েন্স ফিকশনে হলে দর্শক টানতে নাচ, গান , একশন কোন কিছুরই কমতি ছিল না। সুপারহিরো সিনেমার সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান স্পেশাল ইফেক্টও ছিল প্রশংসা করার মতো। গল্পের কিছুটা অসমঞ্জস্যতা ভুলে সবাই দলে দলে হলে যাচ্ছে সিনেমাটি দেখতে। হল রিভিউগুলোতেও দেখা যায় দর্শকদের ভূয়সী প্রশংসা করতে। সকলেই আশা করছেন বিজলি ২ এ আরো ভালো কিছু নিয়ে হাজির হবেন নির্মাতা ইফতেখার চৌধুরী।

গতকাল রাজধানীর সিনেপ্লেক্স এবং ব্লকবাস্টার সিনেমা হলগুলিতে দর্শকে কক্ষে পড়ার মতো ভিড় ছিল। গতকাল সিনেমপ্লেক্সে সর্বশেষ ৭.৩০ এর শো ছিল হাউজফুল। জানা যায় পহেলা বৈশাখ উপলক্ষে মুক্তি পাওয়া এ সিনেমা অন্য সিনেমা গুলোর তুলনায় ভালো ব্যবসা করছে।