বড় বাজেটে এখন থেকে নিয়মিত সিনেমা প্রযোজনা করবঃ শাকিব

236
ছবিঃ সংগৃহীত

রাজধানীর হোটেল ওয়েস্টিনে নিজের জন্মদিন পালন ও নিজস্ব ইউটিউব চ্যানেল ‘শাকিব খান অফিসিয়াল’ যাত্রা শুরুর অনুষ্ঠানে শাকিব খান বলেন, ‘বড় বাজেটে এখন থেকে নিয়মিত সিনেমা প্রযোজনা করব। সেসব ছবিতে আমি অভিনয় করবো। বাংলাদেশ ও ভারত দু-দেশের যৌথ প্রয়াসে ছবিগুলো নির্মিত হবে। শুধু তাই নয়, নতুন যারা কাজ করতে চায়, তাদের সুযোগ দেব।’

এসময় শাকিব খান আরো বলেন, ‘নতুন যারা সিনেমা বানাতে চায় আমার প্রোডাকশন থেকে তাদের দিয়ে সিনেমা নির্মাণ করাতে চাই। পুরাতন অনেক পরিচালক আছেন যারা ঠিকমতো সাপোর্ট পাচ্ছেন না বলে ছবি নির্মাণ করতে পারছেন না। আমি তাদেরও সুযোগ করে দিতে চাই।’

শাকিব বলেন, ‘বাংলাদেশের শিল্পী, টেকনিশিয়ান ও ভারতের শিল্পী টেকনিশিয়ান সবার মেলবন্ধন করে কাজের পরিবেশ সৃষ্টি করতে চাই। সবাইকে সাথে নিয়ে সুন্দর ও ভালো কাজ করে চাই। আমার বিশ্বাস এই উদ্যোগ আমার প্রোডাকশনকে অনেকদূর নিয়ে যাবে।’

এরকম আরো যোগ করে শাকিব বলেন, ‘যারা ভালো ভালো কাজ করছে, করতে চায় তাদেরকে বাধা না দিয়ে সহযোগীতা করা উচিত। ভুল ত্রুটি হলে সেগুলো শুধরে দেয়া উচিত।’

এই অনুষ্ঠানে শাকিব ছাড়াও উপস্থিত ছিলেন জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজ, প্রযোজক ইকবাল, কামাল কিবরিয়া লিপু ছাড়াও ইউটিউব চ্যানেল বঙ্গবিডির কর্তারা। তার আগে সবার উপস্থিতি জন্মদিনের কেক কাটেন তিনি।