সম্প্রতি কার্যকর হল তাদের বিবাহবিচ্ছেদ। তাঁদের এই সাম্প্রতিক বিচ্ছেদে বিপদে পড়েছেন অনেক প্রযোজক ও পরিচালক। অনেক অর্ধসমাপ্ত ছবিই আর করা সম্ভব হচ্ছে না শাকিব-অপুর এই ছাড়াছাড়ির কারণে। সেসব সিনেমায় নায়ক-নায়িকার ভূমিকায় নেওয়া হয়েছিল তাঁদের।
শাকিব-অপুর সংসার এরই মধ্যে ভেঙে গেছে। ‘পাংকু জামাই’, ‘লাভ ২০১৪’, ‘মা’, ‘মাই ডার্লিং’ প্রভৃতি ছবির প্রায় ৭০ শতাংশ শুটিং শেষ করেও বাকি কাজ শেষ করা যাচ্ছে না শাকিব ও অপুর কারণে। এই পরিস্থিতি ছবিগুলোর প্রযোজক ও পরিচালকদের নতুন করে চিন্তায় ফেলে দিয়েছে। তবে তাঁরা আশা ছাড়ছেন না। শাকিব ও অপুকে নিয়ে বাকি ছবির কাজ শেষ করতে পারবেন বলে এখনো তাঁরা আশাবাদী।
পরিচালক জি সরকার জানান, শাকিব খান চার দিন শিডিউল দিলেই ‘লাভ ২০১৪’ ছবির কাজ শেষ হয়ে যাবে। তিনি বলেন, ‘শাকিব ও অপু দুজনের সঙ্গেই কথা হয়েছে। অপু প্রস্তুত আছেন। শাকিবের হাতের ছবির শুটিংয়ের ফাঁকে সময় বের করে আমার কাজটি করে দেবেন বলেছেন।’
একই আশাবাদের কথা জানান ‘মা’ ছবির প্রযোজক ও পরিচালক কালাম কায়সার। তিনি বলেন, ‘প্রায় কোটি টাকা বিনিয়োগ হয়ে গেছে ছবিতে। তাই কাজটি শেষ করতে হবে। আমি শুটিংয়ের জন্য প্রস্তুত হয়েই শাকিবের সঙ্গে বসব।’
‘মাই ডার্লিং’ ছবির পরিচালক মনতাজুর রহমান আকবর বলেন, ‘অপুর সঙ্গে কথা হয়েছে। তিনি রাজি আছেন। শাকিবের সঙ্গেও কথা বলব।’
এদিকে ছবিগুলোর কাজ শেষ করতে যেকোনো সময়ই শিডিউল দিতে প্রস্তুত অপু বিশ্বাস। অপু বিশ্বাস বলেন, ‘আমি কাজগুলো শেষ করে দেওয়ার জন্য সব সময়ই প্রস্তুত। বললে রাত তিনটায়ও ছবিগুলোর জন্য শিডিউল দিতে চাই।’
ভারতের কলকাতায় ভাইজান এল রে ছবির শুটিংয়ে আছেন শাকিব খান। শাকিব খান জানান, ‘আমি কিন্তু এসব ঘটনার অনেক আগেই কয়েকবার শিডিউল দিয়েছি। কিন্তু তাঁরা শিডিউল বারবার পরিবর্তন করেছেন। হতে পারে ফান্ড জোগাড় না হওয়ায় এমন হয়েছে।’
শাকিব পরিচালকদের আশ্বস্ত করে বলেন, ‘ছবিগুলোর কাজ করে দেব। একটু দেরি হলেও অন্য ছবির শুটিংয়ের ফাঁকে সময় বের করে কাজগুলো করতে হবে আমাকে।’