বলিউড সেলিব্রেটি জন আব্রাহাম। অভিনয় আর শারীরিক সৌন্দর্য দিয়ে শক্তিশালী অবস্থান গড়ে তুলেছেন বলিউডে। খুব শিগগিরই নির্মাণ কাজ শুরু হতে যাচ্ছে এসপিওনাজ থ্রিলার ‘রোমিও আকবর ওয়াল্টার’-এর। আর এ সিনেমার প্রোডাকশন হাউজ থেকে ঘোষণা এসেছে , তাঁরা এই গোয়েন্দা কাহিনিতে চুক্তিবদ্ধ করতে যাচ্ছেন জন আব্রাহামকে। এই ছবিটি করার কথা ছিল সুশান্ত সিং রাজপুতের। তবে টাইম শিডিউল না মেলায় ছবিটি থেকে বেরিয়ে যেতে বাধ্য হন অভিনেতা সুশান্ত। ফলশ্রুতিতে জনকে সিনেমায় অভিনয় করার জন্য প্রস্তাব দেওয়া হয়।
চমকানোর মত ব্যাপার হচ্ছে এ সিনেমায় অভিনয়ের জন্য ১২ কোটি রুপি পারিশ্রমিক নিচ্ছেন জন আব্রাহাম। ইতিমধ্যে গণমাধ্যম জানতে পেরেছে, জন আব্রাহাম নামের ওই বলিষ্ঠ অভিনেতাকে ছবিটির নির্মাতাগোষ্ঠী ১১ কোটি রুপি পারিশ্রমিক দিতে রাজি হয়েছে।সাম্প্রতিক সময়ে খুব বড় কোনো হিট সিনেমা না থাকার পরও অভিনেতার এমন পারিশ্রমিক আশ্চৰ্য হবার মতোই ঘটনা। আরেকটি সূত্র জানায়, ১২ কোটি চেয়েছিলেন জন, তবে নির্মাতারা তাঁকে ১১তে রাজি করান। বোঝাই যাচ্ছে বলিউডে এখনো চাহিদার কমতি হয়নি এই স্টারের। এদিকে একটি ট্রেড সূত্র বিস্ময় প্রকাশ করে বলছে, এ কী করে সম্ভব! যে অভিনেতার সর্বসাম্প্রতিক কোনো হিট ছবি নেই। যার শেষ দুটি ছবি ফ্লপ। তার পারিশ্রমিক কিভাবে এত বেশি হয়, বোঝা গেল না।
এর আগে ভারতীয় একটি সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দেওয়ার সময় গরম মসলা ছবিটির ব্যাপারে কথা বলেন জন । এ সময় এই অভিনেতার কাছে গরম মাসালা সিনেমার সিক্যুয়েল নির্মাণের সম্ভাবনা রয়েছে কিনা জানতে চাওয়া হয়। জবাবে জন বলেন, ‘কয়েকটি কমেডি সিনেমা করতে পারলে খুশি হবো। পাশাপাশি অক্ষয় কুমারকে খুবই পছন্দ করি এবং তার সঙ্গে কাজ উপভোগ করি। এমনকি তার সঙ্গে একদিন কথাও বলেছি। তিনি বলেছেন, ‘চল একসঙ্গে কিছু একটা করি।’ আমাদের সবসময়ই একসঙ্গে কাজ করার ইচ্ছে হয় কারণ ব্যক্তি হিসেবে আমরা একই রকম। গরম মাসালা-টু সিনেমার ব্যাপারে বলতে হয় অক্ষয় ও আমি এটি নিয়ে কথা বলেছি। আমার মনে হয় এটি খুবই চমৎকার এবং মজার হবে। গল্পটা কেমন হতে পারে তা জানান জন। “দশ বছর পরের ঘটনা নিয়ে গল্প হতে পারে, হেসে আরো বলেন তিনজনের বেশি বিমানবালা থাকতে পারে।