গতকাল এসকে মুভিজের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হলো চালবাজ সিনেমার ট্রেলার। ট্রেলার থেকে উৎফুল শাকিব ভক্তরা। সকলেই শাকিবের নতুন রূপে গ্রহণ করে নিয়েছে। ট্রেলার দেখে বোঝা গেলো শাকিবের ক্যারিয়ারে আরেকটি হিট ছবি সংযুক্ত হতে যাচ্ছে। নাচ,গান,একশন,কমেডিতে ভরপুর এ ছবিটি পুরোপুরি কমার্শিয়াল ঘরনার।
শুটিংয়ের সময় পরিচালক হিসেবে কলকাতার জয়দীপ মুখার্জীর সাথে বাংলাদেশের অনন্য মামুনের নাম শোনা গিয়েছিলো। কিন্তু সম্প্রতি প্রকাশিত সিনেমাটির ট্রেলারে মামুনের নাম নেই। সেসময় বলা হয়েছিলো সিনেমাটি যৌথ প্রযোজনার । এখন বলা হচ্ছে ভারতীয়। আসলে সিনেমাটি যৌথ প্রযোজনার চলচ্চিত্রের চিত্রনাট্য প্রিভিউ কমিটি কর্তৃক অনুমতি পায়নি।
প্রিভিউ কমিটির সদস্য পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার বলেন, ‘তারা অনেক আগেই আমাদের কাছে অনুমতি চেয়ে স্ক্রিপ্ট জমা দিয়েছিলো। আমরা পরীক্ষা-নিরীক্ষা করে বেশকিছু ত্রুটি পাই। যার কারণে যৌথ প্রযোজনার সিনামা হিসেবে অনুমতি দেওয়া হয়নি।’
যৌথ প্রযোজনায় অনুমতি না পাওয়া নিয়ে মামুন বলেন, ‘২০১৭ সালের জুলাই মাসে আমরা সিনেমাটির চিত্রনাট্য প্রিভিউ কমিটিতে জমা দিয়েছিলাম। তারা ৮/৯ মাসেও অনুমতি দেয়নি বা কিছু জানায় নি। যার কারণে সিনেমাটি ভারতীয় সিনেমা হিসেবে কলকাতায় মুক্তি পাচ্ছে। সঙ্গত কারণে পরিচালক হিসেবে আমার নাম যায়নি।’ চালবাজ বাংলাদেশে সাফটা চুক্তির আওতায় মুক্তি পেতে পারে।
আপাতত সিনেমাটি এ বছর এপ্রিলে ভারতে মুক্তি পাবে।