৬৩ তম ফিল্মফেয়ারে সেরা বিদ্যা-ইরফান

217
ছবি: সংগৃহীত

২০ জানুয়ারি শনিবার রাতে ভারতের মুম্বাইতে অনুষ্ঠিত হয়েছে ফিল্মফেয়ার পুরস্কার ২০১৮। বলিউডের সব তারকা একত্রিত হয়েছিলেন ৬৩ তম ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড উপলক্ষে। ৬৩তম জিও ফিল্মফেয়ার এই অনুষ্ঠানটি বলিউডের জন্য সবচেয়ে বড় পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

অনুষ্ঠান সঞ্চালনা করেছেন শাহরুখ খান, করণ জোহর। বলিউড তারাকারা লাল কার্পেটে হেঁটে গিয়ে এই পুরস্কার গ্রহণ করেন। ‘হিন্দি মিডিয়াম’ এর জন্য সেরা অভিনেতার পুরস্কার পান ইরফান খান এবং ‘তুমহারি সুলু’ সিনেমার জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার গ্রহণ করেন বিদ্যা বালান।

অনুষ্ঠানে পারফর্মেন্স করেছেন অক্ষয় কুমার, রণবীর সিং, আয়ুষ্মান খুরানা, পরিণীতি চোপড়া এবং আরও অনেকে। জমকালো পোশাক পরে লাল গালিচা মাতিয়েছেন সোনম কাপুর, আর মাধবন, অর্জুন কাপুর, আলিয়া ভাট, শহিদ কাপুর, সাকিব সালিম, প্রীতি জিনতা, রেখা, জয়া বচ্চন, মাধুরী দীক্ষিত, কাজল, সানি লিওন এবং আরও অনেক তারকা। এক নজরে দেখে নিন কারা জিতে নিয়েছেন ৬৩ তম ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড।

সেরা ছবি: হিন্দি মিডিয়াম
সেরা ছবি (সমালোচক): নিউটন
সেরা অভিনেত্রী: বিদ্যা বালান (তুমহারি সুলু)
সেরা অভিনেতা: ইরফান খান (হিন্দী মিডিয়াম)
সেরা অভিনেত্রী (সমালোচক): জাইরা ওয়াসিম (সিক্রেট সুপারস্টার)
সেরা অভিনেতা (সমালোচক): রাজকুমার রাও (ট্র্যাপড)
সেরা পরিচালক: অশ্বিনী ইয়ার তিওয়ারি (বার্লি কি বরফি)
সেরা নবাগত পরিচালক: কঙ্কনা সেন শর্মা (এ ডেথ ইন দ্য গঞ্জ)
সেরা সহ অভিনেতা: রাজকুমার রাও (বার্লি কি বরফি)
সেরা সহ অভিনেত্রী: মেহের ভিজ (সিক্রেট সুপারস্টার)
লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড: বাপ্পি লাহিড়ী
সেরা সংলাপ: হিতেশ কেওয়াল্যা (শুভ মঙ্গল সাবধান)
সেরা স্ক্রিনপ্লে: শুভাশিস ভুটিয়ানি (মুক্তি ভাওয়ান)
সেরা মৌলিক গল্প: অমিত মাসুরকার (নিউটন)
সেরা অভিনেতা (শর্ট ফিল্ম): জ্যাকি স্রফ (খুজলি)
সেরা অভিনেত্রী (শর্ট ফিল্ম): শেফালি শাহ (জুস)
সেরা শর্ট ফিল্ম (পিপলজ চয়েজ অ্যাওয়ার্ড): অনাহুত
সেরা শর্ট ফিল্ম (ফিকশন): ইনভিজিবল উইংস
সেরা মিউজিক অ্যালবাম: প্রিতম (জাজ্ঞা জাসুস)
সেরা গায়ক: অরিজিৎ সিং (রোকে না রুকে নায়না- বাদরিনাথ কি দুলহানিয়া)
সেরা গায়িকা: মেঘনা মিশ্র (নাচদি ফিরা- সিক্রেট সুপারস্টার)
সেরা লিরিক্স: অমিতাভ ভট্ট্যাচার্য (দিল উল্লুকা পাঠঠা হ্যায়- জাজ্ঞা জাসুস)
সেরা কোরিওগ্রাফি: বিজয় গাঙ্গুলি এবং রুয়েল দাওসান ভারিন্দানি (গালতি সে মিসটেক- জাজ্ঞা জাসুস)
সেরা অ্যাকশন: টম স্ট্রুথারস (টাইগার জিন্দা হ্যায়)
সেরা সিনেমাটোগ্রাফি: শীর্ষ রায় (এ ডেথ ইন দ্য গঞ্জ)
সেরা এডিটিং: নিতিন বৈদ (ট্র্যাপড)