দীর্ঘদিন ধরেই অভিনয় জগতের বাইরে রয়েছেন জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূর। মাঝখানে একটি বিজ্ঞাপনের শুটিং করেছেন। তবে সিনেমার শুটিংয়ে তাকে একেবারেই দেখা যায়নি।
সেদিক থেকে এই শাবনূরের সর্বশেষ সিনেমা ‘পাগল মানুষ’। প্রায় দীর্ঘ পাঁচ বছর অপেক্ষার পর আগামী ১২ জানুয়ারি দেশজুড়ে মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি। ছবিতে তার বিপরীতে অভিনয় করেছেন শাহের খান।
২০১২ সালের ২৯ ডিসেম্বর ছবিটির শুটিং শুরু হয়। ছবিটির শুটিং চলাকালীন সময়ে পরিচালক এম এম সরকার হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান, পরবর্তীকালে তার সহকারী পরিচালক বদিউল আলম খোকন ছবিটির বাকি অংশের কাজ শেষ করেন। তার তত্ত্বাবধানেই মুক্তি পাচ্ছে ছবিটি।
বদিউল আলম খোকন বলেন, ‘এই ছবির মাধ্যমে দীর্ঘদিন পর পর্দায় ফিরছেন নন্দিত চিত্রনায়িকা শাবনূর। এই ছবি শেষ করা আমার দায়িত্ব ছিল। কারণ ছবিটি আমার ওস্তাদ পরিচালকের শেষ কাজ। যত্ন নিয়ে আমি চেষ্টা করেছি ছবিটি শেষ করে মুক্তি দেয়ার। কেমন হলো সে রায় দেবে দর্শকরা।’
ছবি প্রসঙ্গে শাবনূর বলেন, ‘ছবিটি মুক্তি পাচ্ছে শুনে ভালো লাগছে। কিন্তু এম এম সরকার ভাইয়ের মৃত্যুতে সমস্যা হয়ে গেল। অনেকটা সময় পর ছবিটি আসছে। বদিউল আলম খোকন ভাই যত্ন নিয়ে ছবিটি বানিয়েছেন। নির্ধারিত সময়ের অনেক দেরিতে মুক্তি পেলেও ‘পাগল মানুষ’ সিনেমা দর্শক উপভোগ করবেন বলে আশা করি।’
অন্যদিকে, মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত ‘এতো প্রেম এতো মায়া’ সিনেমায় কাজ করার কথা রয়েছে শাবনূরের। মূলত তার পর্বের শুটিংয়ের জন্যই আটকে আছে ছবিটির বাকি অংশের কাজ। তবে আশা করা যাচ্ছে, চলতি বছরেই এই ছবির জন্য ক্যামেরার সামনে দাঁড়াবেন শাবনূর।