কলকাতার জনপ্রিয় নায়ক দেবের সর্বশেষ মুক্তি পাওয়া সিনেমা “ককপিট”। এ ছবির মুক্তি উপলক্ষে ঢাকায় ছবির প্রচারণার কাজে দেব আসার কথা ছিল আগামী ৫ই ডিসেম্বর। তবে জানা যায়, তিনি ওইদিন আসছেন না ঢাকায়। সাফটা চুক্তির আওতায় বাংলাদেশে ছবিটি আমদানি করে জাজ মাল্টিমিডিয়া। এই প্রযোজনা সংস্থা সূত্রে জানা যায়, দেব আসার কথা থাকলেও শেষ মুহূর্তে নানা ব্যস্ততার কারণে তিনি ঢাকায় ৫ই ডিসেম্বর আসছেন না।
জাজ মাল্টিমিডিয়ার সিইও আলিমুল্লাহ খোকন বলেন, ৫ ডিসেম্বর আসতে না পারলেও আমরা ৮ ডিসেম্বর দেবকে ঢাকায় আনার চেষ্টা করছি। দেবেরও আসার ইচ্ছে আছে। নানা ব্যস্ততার কারণে তিনিও পারছেন না। এখন দেখা যাক। দেব আসলে আমরা তার ঢাকা আসার পরবর্তী তারিখ জাজের ফেসবুক পেইজে জানিয়ে দিব। খোঁজ নিয়ে জান গেছে, ৮ই ডিসেম্বর তিনটি ছবি মুক্তির তালিকায় রয়েছে। সেগুলো হচ্ছে, ‘চল পালাই’, ‘মিনির কাবুলিয়ালা’ এবং ‘জল শ্যাওলা’। সাফটা চুক্তির আওতায় বাংলাদেশ থেকে শামীম আহমেদ রনীর পরিচালনায় ‘ধ্যাততেরিকি’ ভারতে পাঠানো হয় এবং ওখান থেকে আসে ‘ককপিট’ ছবিটি। এর আগে ‘বুনোহাঁস’ ছবির শুটিং ও রাজনৈতিক সফরে একাধিকবার ঢাকায় এসেছিলেন দেব। গত ২২শে সেপ্টেম্বর কলকাতায় মুক্তি পেয়েছে ‘ককপিট’। কমলেশ্বর মুখোপাধ্যায়ের পরিচালনায় ছবিটি প্রযোজনা করেছেন দেব নিজেই। দেব ছাড়াও ছবিটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন কোয়েল মল্লিক, রুক্সিণী, বাংলাদেশের রোশান, ফারিন প্রমুখ।