‘গেইম রিটার্নস’ : সন্তুষ্ট হল মালিকেরা

557

এই মাসে মুক্তি পাওয়া ‘ঢাকা অ্যাটাক’ ও ‘ডুব’ নিয়ে দর্শক মজেছিল ভরপুর আলোচনায়। দেশের প্রেক্ষাগৃহগুলোতে দর্শকের অভাবনীয় উপস্থিতি ছিল দেখার মত। সিনেমা নিয়ে আলোচনা সমালোচনার সময়েই শুক্রবার সারাদেশে ৪৪টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে চিত্রনায়ক নিরব ও চিত্রনায়িকা তমা মির্জা অভিনীত ‘গেইম রিটার্নস’ ছবিটি। প্রেক্ষাগৃহে ছবির প্রদর্শনীতে দুই দিনের দর্শক সমাগমে সন্তোষ প্রকাশ করেছেন চলচ্চিত্রের কলাকুশলীরা।

এ প্রসঙ্গে অভিনেত্রী তমা মির্জা বলেন, ঈদের বাইরেও যে এত মানুষ মুভি দেখে এটা বিশ্বাস করতে পারছিলাম না। বিগত দুই দিনের হলের সেল রিপোর্ট অপ্রত্যাশিত ভালো। বলা যায় বাণিজ্যিক ছবির একটা আলাদা কদর আছে।

এদিকে ছবির প্রচারে হলে হলে দর্শকদের সাথে ছবি উপভোগ করে বেড়াচ্ছেন চিত্রনায়ক নিরব ও তমা মির্জা। শনিবার সন্ধ্যায় রাজধানীর অভিসারে হাজির হয়েছিলেন এই জুটি। এ সময় দর্শকরা প্রিয় নায়ক-নায়িকার সাথে ছবি দেখতে হুমড়ি খেয়ে পড়েন প্রেক্ষাগৃহে।

চিত্রনায়ক নিরব বলেন, বাণিজ্যিক ধারার ছবি দেখা দর্শকরা ছবিটিকে ইতিবাচক ভাবে নিয়েছে। গত দুই দিনে সারা দেশের প্রেক্ষাগৃহে দর্শকের উপস্থিতি নতুন প্রত্যাশা জাগিয়েছে। দ্বিতীয় সপ্তাহে নতুন করে বেশকিছু প্রেক্ষাগৃহে ছবি মুক্তি দেওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

প্রথম সপ্তাহে যেসব প্রেক্ষাগৃহে চলছে গেইম রিটার্নস- ঢাকার মধ্যে অভিসার, পুনম, চিত্রামহল, আনন্দ, পুরবী, গীত, সেনা অডিটোরিয়াম, মুক্তি, জোনাকি হলে।

আর ঢাকার বাইরে মিনি গুলশান (জিঞ্জিরা), চাঁদ মহল (কাঁচপুর), গুলশান (নারায়ণগঞ্জ), চম্পাকলি (টঙ্গি), মোহনা (কোনাবাড়ি), চন্দ্রিমা (শ্রীপুর), চান্দনা (জয়দেবপুর), পুরবী (ময়মনসিংহ), রজনীগন্ধা (চালা), কেয়া (টাঙ্গাইল), মাধবী (মধুপুর), ঝংকার (পাঁচদোনা), মানসী (কিশোরগঞ্জ), পালকী (চান্দিনা), তাজ (নওগাঁ), রুপালী (কুমিল্লা), গ্যারিসন (কুমিল্লা সেনানিবাস), হ্যাপী (লক্ষ্মীপুর), মমতাজ (সিরাজগঞ্জ) সিনেমা প্যালেস (চট্টগ্রাম), বিজিবি (চট্টগ্রাম), ছন্দা (পটিয়া), মনিকা (শায়েস্তাগঞ্জ), ভিক্টোরিয়া (শ্রীমঙ্গল), আলতা (সরিষা বাড়ি), মনোয়ার (জামালপুর), মিলন (মাদারীপুর), সাগর (কালিয়াকৈর), ফাল্গুনী (নাগরপুর), দর্শন (ভৈরব), কাকলী (শেরপুর), শাহীন (বলাবাজার), পিকে (সিরাজদিখান), মুন (মুক্তাগাছা), স্বর্ণালী (শাহদাজপুর) সিনেমা হলে প্রদর্শিত হচ্ছে ‘গেইম রিটার্সন’ ছবিটি।