প্রশংসিত ‘ঢাকা অ্যাটাক’ ছবিতে প্রথমে ছিল না এবিএম সুমন ও নওশাবার চরিত্র (ভিডিও)

314

মুক্তির পর থেকেই যেন ‘ঢাকা অ্যাটাক’ সিনেমা প্রশংসার জোয়ারে ভাসছে। দর্শকদের পাশাপাশি তারকা ও নির্মাতাদের মনও জয় করে নিয়েছে সিনেমাটি। সব গুলো চরিত্রই ছিল অসাধারন।

‘ঢাকা অ্যাটাক’ সিনেমার মধ্যে সোয়াট কমান্ডার ‘আশফাক’ এর ভূমিকায় অভিনয় করার জন্য বেশ প্রশংসা পেয়েছেন এবিএম সুমন। এখনো পাচ্ছেন। অনেকেই তাকে এই ছবির প্রধান হিরোও বলেছেন। দুর্দান্ত সব অপারেশনে দারুন অভিনয় দক্ষতা দেখিয়েছেন তিনি। আর এই ‘আশফাক’ এর গর্ভবতী স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছেন অভিনেত্রী নওশাবা। তার অভিনয়ও মুগ্ধ করেছে দর্শকদের। পুরো ছবির মধ্যে সবচেয়ে আবেগঘন মূহুর্ত ফুটে উঠেছে এই দুজনের দৃশ্যগুলোতে।

কিন্তু ‘ঢাকা অ্যাটাক’ এর স্ক্রিপ্টে প্রথমে ছিল না এবিএম সুমন ও নওশাবার কোন চরিত্র। কথাটি স্টার গল্পকে জানিয়েছেন এবিএম সুমন।

স্টার গল্পকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন যে, তার আর নওশাবার কোন চরিত্র এই সিনেমার স্ক্রিপ্টে প্রথমে ছিল না। পরে এই সিনেমার কিছু আবেগঘন মূহুর্ত সৃষ্টি করতে এবং পুলিশের স্যাক্রিফাইসের ব্যাপারগুলো পুরোপুরি ফুটিয়ে তুলতে সৃষ্টি হয় এই দুটি চরিত্র।

আর পরে সৃষ্টি হওয়া এই দুটি চরিত্রে এবিএম সুমন ও নওশাবা নিজেদের অভিনয় দক্ষতা পুরোপুরি উজাড় করে দিয়েই মাত করেছেন দর্শকদের।

পুলিশ কর্মকর্তা সানি সানোয়ারের রচনা ও দীপঙ্কর দীপনের পরিচালনায় এই সিনেমায় এবিএম সুমন ও নওশাবা ছাড়াও আরো অভিনয় করেছেন আরিফিন শুভ, মাহিয়া মাহি, শতাব্দি ওয়াদুদ, তাসকিন রহমান, আফজাল আহমেদ সহ আরো অনেকে।

স্টার গল্পকে দেওয়া এবিএম সুমনের সাক্ষাৎকারটি নিচে দেখুন।