ফেসবুকে মিলার নির্যাতনের ছবি, ছড়াচ্ছে অনেক মিথ্যাচার

180

বাংলাদেশের জনপ্রিয় সংগীতশিল্পী মিলা ভালোবেসেই প্রিয় মানুষটির সঙ্গে বিয়ে বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। বিয়ের আগে মিলার স্বামী পারভেজ সানজারির সাথে মিলার প্রেমের বয়স ছিল ১০ বছর। আর মাত্র ৫ মাস ছিল বিয়ের পর তাদের সংসারের বয়স।

মিলার কাছের মানুষেরা জানালেন, ফেসবুকে অনেকেই মিলার বিরুদ্ধে মিথ্যাচার ছড়াচ্ছেন। মিলার চরিত্র নিয়েও অনেকে মিথ্যা কথা বলছেন। আর এসব মিথ্যাচারের জবাব দিতে মিলার দুটি ছবি প্রকাশ করা হয়েছে ফেসবুকে। ছবি দুটির একটিতে দেখা যায় মিলার কপালে সিগারেটের আগুনের দাগ, আর অন্য ছবিটিতে দেখা যায় মিলার বাম হাতটা ব্যান্ডেজ করা আছে।

চ্যানেল নাইনের অনুষ্ঠান প্রধান তানভীর খান এক গণ মাধ্যমকে বলেন, ‘কোন ধরনের প্রমাণ ছাড়া একজন নির্মাতা কীভাবে মিলার বিরুদ্ধে এসব কথা বলতে পারে আমি জানি না। সবাই মিলার জন্য দোয়া করবেন। আমি চাই মিলা সঠিক বিচার পাক।’

সংগীতশিল্পী জুয়েল মোর্শেদ একই প্রসঙ্গে এক গণমাধ্যমকে বলেন, ‘ঐ ছেলের বন্ধু বান্ধবরা মিলার ব্যাপারে নেগেটিভ প্রমোশন করে ঐ ছেলের প্রতি একটা পাবলিক ইমোশন গ্যাদার এর চেষ্টা করছে। আর এদিক দিয়ে মিডিয়ার মানুষরা একটা মুভমেন্ট এ যাচ্ছে বিষয়টি নিয়ে। মিথ্যাচারের বিরুদ্ধে কথা বলা দরকার।’

তবে সঙ্গীতাঙ্গনের মানুষেরা প্রত্যাশা করেন মিলা যেন সঠিক বিচার পায়। আর মিলার নামে মিথ্যাচার প্রচার না করার অনুরোধ করেন তারা।

গত ৫ অক্টোবর রাতে স্বামীর নির্যাতন সহ্য করতে না পেরে মিলা বাদী হয়ে উত্তরা (পশ্চিম) থানায় মারধর ও যৌতুকের অভিযোগে তার স্বামী পারভেজের বিরুদ্ধে মামলা করেন মিলা। মামলার নম্বর ৪ (১০) ২০১৭। নারী নির্যাতন দমন আইনে ১১ (খ) ও ১১ (গ) এবং ৫০৬ ধারায় মামলাটি হয়েছে। মিলার দায়ের করা মামলার অভিযোগে বলা হয়, বিয়ের পর পর্যায়ক্রমে কয়েকবার এ ধরনের মারধরের ঘটনা ঘটেছে। তাঁর এই মামলার পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার রাতেই পারভেজকে গ্রেফতার করে পুলিশ। বর্তমানে হাজতেই আছেন মিলার স্বামী পারভেজ সানজারি।