রিলিজ পেল ‘ইয়েতি অভিযান’ এর গান ‘কাকাবাবুর অভিযান’

426

সম্প্রতি রিলিজ পেল যৌথ প্রযোজনার ছবি ‘ইয়েতি অভিযানের‘ একটি গান। গানটির নাম ‘কাকাবাবুর অভিযান’। একই গানে তিনজন জনপ্রিয় কণ্ঠশিল্পীর দুর্দান্ত পারফর্মেন্স। অরিজিৎ সিং, রূপম ইসলাম, অনুপম রায়ের গায়কী আর ইন্দ্রদীপ দাশ গুপ্তার মিউজিকে তৈরী হয়েছে অসাধারন একটা গান। বিখ্যাত কাকাবাবু এবার রুপালি পর্দায়।

শুরুর মিউজিকেই পাওয়া যায় রহস্যের গন্ধ। গানে ড্রোন শটের ব্যবহার ছিল চোখে পড়ার মতন। খোঁড়া কাকাবাবু রুপি প্রসেনজিতের বরফ আচ্ছাদিত পাহাড়ে উঠা আর দারুন মেকাপের ফলে মনে হচ্ছিল যেন সত্যিকার কাকাবাবুই বইয়ের পাতা থেকে উঠে এসেছে। তবে ট্রেইলার মতন গান দেখেও বোঝার উপায় নেই এটি যৌথ প্রযোজনার ছবি। গানে নেই বাংলাদেশের কেউ।

তবে, পুরো গানটি শুনে কানে বাজতে থাকবে ,”দূরের দিগন্তে প্রশ্ন হাজার , মাটিতে পা তাই পড়লো রাজার”

উল্লেখ্য, ইয়েতি অভিযান হল একটি ভারত-বাংলাদেশ যৌথ উদ্যোগের রোমাঞ্চকর থ্রিলার চলচ্চিত্র, যা কাকাবাবুর রোমাঞ্চকর উপন্যাসের উপর ভিত্তি করে নির্মিত এবং সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত এবং শ্রীকান্ত মহতা, মহেন্দ্র সোনি এবং আব্দুল আজিজের এসভিএফ এন্টারটেইনমেন্ট এবং জাজ্ মাল্টিমিডিয়া ব্যানারের প্রযোজিত।চলচ্চিত্রের প্রধান ভূমিকা পালন করেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং আরিয়ান ভৌমিক।ছবিটি মিশর রহস্য এর সিকুয়াল। এটি নেওয়া হয়েছে সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায় দ্বারা বাংলা রোমাঞ্চ সিরিজের কাকাবাবুর পাহাড় চূড়ার আতঙ্ক থেকে।