আজ হচ্ছে নায়করাজের দাফন

139

আজ বুধবার বনানী কবরস্থানে সকাল ১০টায় দাফন করা হবে বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা নায়করাজ রাজ্জাককে।

গুলশান আজাদ মসজিদে মঙ্গলবার বিকেলে জানাজা শেষে বনানী কবরস্থানে তার দাফনের কথা থাকলেও তার মেজ ছেলে রওশন হোসেন বাপ্পি কানাডায় অবস্থান করার কারণে দাফন পেছানো হয়।

মঙ্গলবার সকাল ১১টায় এফডিসিতে তার মরদেহ আনা হয়। সেখানে তার সহকর্মীদের শ্রদ্ধা নিবেদন ও প্রথম জানাজা শেষে তাকে নিয়ে যাওয়া হয় কেন্দ্রীয় শহীদ মিনারে। সেখানে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা শেষে গুলশানের বাসায় নিয়ে যাওয়া হয় তার মরদেহ। সেখান স্বজনরা দেখার পর গুলশানের আজাদ মসজিদে তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। আজ বুধবার দাফন করা হবে এই নায়ককে।

এই কিংবদন্তি অভিনেতার মৃত্যুতে শোকাহত ভক্ত-অনুরাগী ও সহকর্মীরা। রাজ্জাকের মৃত্যুতে তিন দিনের শোক পালন করছে এফডিসি। বন্ধ রাখা হয়েছে বেশ কিছু সিনেমা হল। মহরত ও শ্যুটিং বাতিল করা হয়েছে বেশ কিছু সিনেমার।

সোমবার সন্ধ্যা ৬টা ১৩ মিনিটে ইউনাইটেড হসপিটালে মৃত্যু বরন করেন এ কিংবদন্তি অভিনেতা।