নায়করাজ রাজ্জাকের মৃত্যুতে শোকে মুহ্যমান তার পরিবার, বাংলা চলচ্চিত্র পরিবার ও তার ভক্ত সমর্থকগণ। কিংবদন্তি এই তারকার মৃত্যুর খবর শুনে কলকাতা থেকে টুইটারে শোক বার্তা প্রকাশ করেছেন টালিউডের জনপ্রিয় নায়ক জিৎ। এর আগে প্রসেনজিৎ ও ঋতুপর্ণা ফেসবুকে শোক প্রকাশ করেছিলেন।
জিৎ টুইট করেছেন, শুনে খারাপ লাগলো বাংলাদেশী গুণী অভিনেতা রাজ্জাক মারা গেছেন। একসাথে কাজ করেছিলাম আমরা। তিনি একজন প্রকৃত ভদ্রলোক ছিলেন। শান্তিতে থাকুন রাজ্জাক সাহেব।
এছাড়াও ঋতুপর্ণা নায়করাজের ছবি পোস্ট করে লিখেছেন, আব্দুর রাজ্জাক স্যারের মৃত্যুর খবরটি শুনে প্রচণ্ড বিমর্ষ হয়ে পড়েছিলাম। অনেক কিছুই লিখতে ইচ্ছা করছে এই প্রিয় নায়ককে নিয়ে। আমরা একসঙ্গে ‘বাবা কেন চাকর’সহ আরও অন্যান্য ছবিতে কাজ করেছিলাম।
শান্তিতে থাকুন স্যার, এই প্রার্থনা করি।
প্রসেনজিৎ তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে রাজ্জাকের একটি ছবি প্রকাশ করে লিখেছেন, তিনি আমার কাছে বাবার মতো ছিলেন এবং থাকবেন। তার সঙ্গে অসংখ্য ছবিতে কাজ করেছি। তার এই অকাল মৃত্যুতে শুধু বাংলা চলচ্চিত্রই নয়, আমার হৃদয়েও সৃষ্টি হয়েছে বিশাল শূন্যতার। তার মৃত্যুতে গভীর শোক জানাই। শান্তিতে থাকুন রাজ্জাক সাহেব।
দুঃখ জনক হলেও সত্য যে কিংবদন্তী নায়করাজ রাজ্জাকের মৃত্যুর খবর কলকাতার অধিকাংশ গনমাধ্যমে প্রায় নেই বললেই চলে। এবেলা, বর্তমান, ২৪ ঘন্টা , কলকাতা ২৪*৭.কম প্রভৃতি গনমাধ্যমে নায়করাজের মৃত্যুর কোন খবর ছাপা হয় নি । কেবল আজকাল,সংবাদ প্রতিদিন এ দুটি খবর পাওয়া গেছে । এর মধ্যে একটি অভিনেত্রী জয়া আহসানের লেখা
বরাবরই কলকাতার গণমাধ্যমে বাংলাদেশের শিল্পীরা অবহেলিত, তবুও এই গুটিকয়েক তারকার শোক প্রকাশ এক প্রকার সান্তনাই বলে চলে।