বাংলার মহানায়ক সালমান শাহ এর মৃত্যু নতুন করে আবারো আলোচনায় আসে কদিন আগে ভাইরাল হওয়া রুবির ভিডিওর মাধ্যমে। সেখানে রুবি বলে যে, সামিরা ও তার পরিবার সালমান শাহকে খুন করেছে। এই খুনের সঙ্গে রুবির স্বামীও জড়িত।
গত সোমবার প্রকাশ করা ভিডিওতে তিনি সালমান শাহ খুন হয়েছেন জোর গলায় দাবি করলেও আজ বুধবার সকালে প্রকাশ হওয়া ভিডিওতে এটি আত্মহত্যা না খুন সে প্রসঙ্গে নিজেই সন্দেহ প্রকাশ করেছেন। তিনি ভিডিওতে সামিরাকে নিয়ে গালিগালাজ করেন।
এ ব্যাপারে ক্ষিপ্ত হয়ে সামিরার স্বামী মোস্তাক ওয়াইজ এক সংবাদ মাধ্যমকে বলেন, ‘এই মহিলা কখন যে কী বলছেন তার কোনো ঠিক ঠিকানা পাওয়া যাচ্ছে না। সবকিছু বিবেচনা করে মনে হচ্ছে তিনি আমার স্ত্রী সামিরা ও তার পরিবারের উপর ব্যক্তি আক্রোশ দেখাচ্ছেন। কোনো রকম যুক্তি ছাড়াই তিনি মনগড়া কথা বলে দেশের মানুষকে বিভ্রান্ত করছেন’।
জনপ্রিয় এই নায়কের ভক্তদের আবেগের ভয়াবহতা নিয়ে কথা বলতে গিয়ে বলেন, ‘সালমান শাহ এই দেশের কোটি মানুষের কাছে এখনও জনপ্রিয় নাম। প্রিয় নায়কের জন্য এখনও অনেকের মনে অন্য রকম আবেগ কাজ করে। এইসব ভুল তথ্য ছড়িয়ে সেইসব ভক্তদের উস্কে দেয়া হচ্ছে। তাদের কেউ যদি ক্ষোভ নিয়ে আমাদের কোনো ক্ষতি করে বসে তার দায় কে নেবে? এই রুবি কী নেবেন?’
নিজের পরিবারের ব্যাক্তিগত সমস্যার কথা উল্লেখ তিনি বলেন, ‘তার আজগুবি কথাবার্তায় বিব্রতকর পরিস্থিতিতে পড়েছি আমি ও আমার পরিবার। আমার দুই মেয়ে ঢাকায় একটি স্বনামধন্য স্কুলে পড়ে। তারা স্কুলে গিয়ে বিব্রত হচ্ছে। তারা বাইরে কোথাও যেতে পারছে না। লোকে তাদের খুনীর সন্তান বলছে। তাদেরকে বাজে বাজে গালি দেয়া হচ্ছে। বাচ্চা দুটো মেয়ে কী রকম সময় পার করছে বলে বুঝানো যাবে না। একই অবস্থা আমার ও সামিরার। সামিরা তো কোথাও যাচ্ছে না, কোনো কথাও বলছে না। আর আমাকে পরশুদিন থেকেই নানা প্রশ্নের উত্তর দিয়ে যেতে হচ্ছে সবখানে।’
এক সময়ের সালমান শাহ এর কাছের বন্ধু ও বর্তমানে সামিরার স্বামী আরো বলেন, ‘কেন তিনি ২১ বছর পর এসে একটি মরা বিষয়কে উস্কে দিলেন সেটি আসলে খতিয়ে দেখা উচিত। ইমন (সালমান শাহ) আমার অত্যন্ত কাছের বন্ধু ছিলো। তার সঙ্গে সম্পর্কের শ্রদ্ধাবোধ থেকেই আমি সামিরাকে বিয়ে করেছি, সামিরার অমতে। সামিরা ও আমার পরিবার এই বিয়ে করিয়েছে। সেখানে আমার আগ্রহ থাকলেও সামিরা রাজি ছিলো না আমি ইমনের বন্ধু বলে। তার কথা ছিলো, সে ইমনকে ভালোবাসতো। তাকে ভুলে তারই বন্ধুকে বিয়ে করার ইচ্ছে তার ছিলো না।
দুই পরিবারের ইচ্ছেতে এবং ইমনের প্রতি আমার ভালোবাসা দেখেই সে আমাকে বিয়ে করতে রাজি হয়। দীর্ঘদিন আমি তার সঙ্গে সংসার করেছি। এইসব কোনো বাজে বিষয়ের সঙ্গে ও জড়িত থাকলে আমি অবশ্যই টের পেতাম। কেউ খুনীর সঙ্গে সম্পর্ক রাখতে চায় না। আমাকে যারা ব্যক্তিগতভাবে চেনেন তারা জানেন আমি কেমন ছেলে। সত্যি, খুব বিব্রতকর সময় পার করছি।’
তবে সামিরার স্বামি দাবি করে বলেন যে, রুবি মানসিক ভাবে অসুস্থ। তার কথাকে বেশি গুরুত্ব না দেওয়াই ভাল। তবে রুবির এ ধরনের বক্তব্যের পেছনে অন্য কারো হাত আছে কিনা সে ব্যাপারে সন্দেহ প্রকাশ করছেন মোস্তাক ওয়াইজ।