Saturday, November 23, 2024
Home নুসরাত ফারিয়া

নুসরাত ফারিয়া

নুসরাত ফারিয়া : নুসরাত ফারিয়া মাজহার (জন্ম: ৮ সেপ্টেম্বর, ১৯৯৩) হলেন বাংলাদেশের একজন উপস্থাপক এবং মডেল। বিজ্ঞাপনচিত্রে গ্লামারাস উপস্থিতি এবং ভিন্নধর্মী উপস্থাপনার কারণে তিনি নজর পরিচিত| নুসরাত ফারিয়া মাজহার ১৯৯৩ সালের ৪ সেপ্টেম্বর চট্টগ্রামে জন্ম নেন। তার শৈশব কেটেছে ঢাকার আর্মি ক্যান্টনমেন্টে; বর্তমানেও সেখানেই বসবাস করছেন। তার দাদা একজন সেনা কর্মকর্তা হওয়ায় ঢাকা সেনানিবাসে তাদের বসবাস। ডিজে হিসেবে কাজের মধ্য দিয়ে গণমাধ্যমে আগমন নুসরাত ফারিয়া। আরটিভির ‘ঠিক বলছেন তো‘ অনুষ্ঠানের মাধ্যমে প্রথম টিভি পর্দায় উপস্থাপনায় আসেন নুসরাত ফারিয়া। ২০১২ সালে এনটিভির ‘থার্টিফাস্ট ধামাকা কক্সবাজার’ অনুষ্ঠানটি ফারিয়া সবার নজর কেড়ে নেন। ২০১৩ সালের জানুয়ারিতে বলিউড প্লেব্যাক শিল্পী সুনিধি চৌহানের ‘সুনিধি লাইভ কনসার্ট’ শিরোনামের অনুষ্ঠান উপস্থাপনা করে দারুণ প্রশংসিত হন তিনি। তার উপস্থাপিত বিভিন্ন জনপ্রিয় অনুষ্ঠানের মধ্যে রয়েছে আরটিভির ‘লেট নাইট কফি উইথ নুসরাত ফারিয়া ’, এসএ টিভির ‘ক্লিয়ার এসএ লাইভ স্টুডিও’, এটিএন বাংলার ‘ট্রেন্ড’, জিটিভির ‘লাক্স ওয়ার্ল্ড অব গ্ল্যামার’ এবং এনটিভির ‘স্টাইল অ্যান্ড ট্রেন্ড’, রেডিও ফুর্তিতে ‘নাইট শিফট উইথ ফারিয়া’ ইত্যাদি। এছাড়া নুসরাত ফারিয়া ‘ডোর’ নামে ফ্যাশন হাউসের ব্র্যান্ড মডেল এবং ফেয়ার অ্যান্ড লাভলি, সিম্ফনি, সিটিসেল রিচার্জের বিজ্ঞাপনচিত্রে মডেল হয়ে কাজ করেন। নায়িকা মাহিয়া মাহীর সাথে জাজ মাল্টিমিডিয়ার সম্পর্কের অবনতি ঘটলে জাজ মাল্টিমিডিয়া তাদের নতুন নায়িকা হিসেবে নুসরাত ফারিয়াকে সবার সামনে তুলে ধরেন এবং বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার ছবি প্রেমী ও প্রেমী’র নায়িকা হিসেবে ঘোষনা করেন। তবে প্রেমী ও প্রেমীই নুসরাত ফারিয়া র প্রথম চলচ্চিত্র নয়। ২০১৪ সালে রেদওয়ান রনি পরিচালিত মরীচিকা চলচ্চিত্রে নায়িকা হিসেবে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছিলেন নুসরাত ফারিয়া , কিন্তু অজ্ঞাত কারণে চলচ্চিত্রটির কাজ শুরু হয়নি। বরং কিছুদিন পরে চলচ্চিত্রে নাম এবং পাত্র-পাত্রী বদল করে রেদওয়ান রনি নতুন চলচ্চিত্রের কাজ শুরু করেন। Nusrat Faria Mazhar is a Bangladeshi film actress, model, television presenter and radio jockey. Faria started her career as a debater participating in a BTV debate show. She started her career in show business as a model in several television commercials. Throughout her career, she has worked in various television commercials  and radio programs. In 2014, she hosted a reality show, Fair and Handsome: The Ultimate Man. In 2015, she signed with Jaaz Multimedia to appear in two films, titled Aashiqui and Hero 420.The former, being her debut film, released in late 2015 while the latter released in early 2016. The former also earned Faria a Meril Prothom Alo Award for Best Newcomer in film or television. Both films were Indo-Bangladeshi joint ventures, being co-produced by Eskay Movies. In 2016, Faria also starred in another Indo-Bangladeshi co-production, Badsha - The Don, directed by Baba Yadav. The film also starred popular Indian actor Jeet, and is considered a turning point in Faria's career,[9] earning Faria a Tele Cine Award for Best Actress from Bangladesh. After starring Indo-Bangladeshi films for the past two years, Fariathen starred in two Bangladeshi films in 2017, Premi o Premi and Dhat Teri Ki. Faria also recorded dialogue for Detective, Bangladesh's first animated film. All three of these films were produced by Jaaz Multimedia and also starred Arifin Shuvo. 2017 also saw Faria return with the team behind Badsha - The Don for the film Boss 2: Back to Rule, again directed by Baba Yadav, produced by Jaaz Multimedia and starring Jeet. The film is a sequel to the 2013 film Boss: Born to Rule and also stars Subhasree Ganguly. The film is also an Indo-Bangladeshi joint venture, being co-produced by Walzen Media Works and Jeet's production company, Jeetz Filmworks. Initially rejecting the film, Faria later agreed to starring in the film when she read the script, describing her character as layered and an opportunity to show off her acting prowess, also calling the character a trendsetter. Faria also came under criticism for her costume in the music video for the song "Rj Rock" from Boss 2, a song which was also criticized for its lyrics.

No posts to display

MOST POPULAR

HOT NEWS