বলিউড সুপারস্টার সালমান খানের বিরুদ্ধে নতুন একটি অভিযোগ উঠেছে৷ অভিযোগ, টাইগার জিন্দা হ্যায় সিনেমার প্রোমোশনের সময় বাল্মীকি সম্প্রদায়ের বিরুদ্ধে মর্যাদাহানিকর মন্তব্য পেশ করেছেন তিনি৷ এই নিয়ে ফৌজদারী মামলাটি স্থগিত রাখল সুপ্রিম কোর্ট৷
যে বেঞ্চে সালমানের মামলাগুলির শুনানি চলছে সেটির নেতৃত্ব দিচ্ছে প্রধান বিচারপতি দীপক মিশ্র। সিনিয়র আইনজীবী এন কে কাউল সালমানের হয়ে এই মামলা লড়ছেন৷ তিনিই মামলার স্থগিতাদেশের আবেদন করেছিলেন৷ কাউল বলেন, দিল্লি, গুজরাত, রাজস্থান ও মুম্বাইয়ে সলমানের নামে একাধিক অভিযোগ দায়ের হয়েছে। সমস্ত বিষয়টি খতিয়ে দেখার জন্য স্থগিতাদেশের আবেদন করেছিলেন তিনি৷ শোনা গিয়েছে এমনই৷ শুনানির পরবর্তী বিচারের দিন ধার্য হয়েছে ২৩ জুলাই৷
প্রধান বিচারপতির বেঞ্চ কাউলকে মামলার সমস্ত নথি আদালতে জমা দিতে বলেছে৷ আদালত এও জানিয়েছে, সালমানের বিরুদ্ধে যে সব মামলার এখনও বিচার হয়নি, তার নথিপত্রও জমা দিতে বলা হয়েছে৷
অভিযোগ, বলিউড ছবি টাইগার জিন্দা হ্যায় ছবির প্রোমোশনে গিয়ে কিছু অশালীন মন্তব্য করেন সালমান৷ এই নিয়ে তাঁর বিরুদ্ধে একাধিক অভিযোগ দায়ের হয়। SC/ST(Prevention of Atrocities) অ্যাক্টের আওতায় এই অভিযোগ দায়ের হয়৷