‘মনপুরা’র পর দীর্ঘ বিরতি নিয়ে ফিরলেন গুণী নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম। দীর্ঘদিন পর নির্মাণ করলেন ‘স্বপ্নজাল’ শিরোনামের সিনেমা। যৌথ প্রযোজনায় নির্মিত এ সিনেমায় হালের ক্রেজ পরীমনির বিপরীতে অভিনয় করছেন নবাগত ইয়াশ রোহান। ছবিটি গত মাসে যৌথ প্রযোজনায় ফাদেঁ আটকে যায় । ছবিটি ফেব্রুয়ারিতে মুক্তির কথা থাকলেও তখনো ছাড়পত্র নেওয়ার জন্য সেন্সর বোর্ডে জমা দেওয়া যায়নি। কারণ তখন যৌথ প্রযোজনায় ছবি নির্মাণের নতুন নীতিমালা প্রকাশ করা হলেও গঠিত হয়নি যৌথ প্রযোজনার প্রিভিউ কমিটি। নতুন নীতিমালায় যৌথ প্রযোজনার দ্বিতীয় চলচ্চিত্র হিসেবে সেন্সরে জমা পরে জনপ্রিয় চিত্রনায়িকা পরীমনির ‘স্বপ্নজাল’ সিনেমাটি। নতুন প্রিভিউ কমিটিতে বেশ প্রশংসিত হয়েই ছবিটি সেন্সরে যাবার অনুমতি পায় ছবিটি । গত কাল (২৫ শে ফেব্রুয়ারী) সেন্সরে দেখার পর আনকাট ছাড়পত্র পায় ছবিটি।
পরীমনি-ইয়াশ রোহান ছাড়াও এতে অভিনয় করেছেন ইরেশ যাকের, ফজলুর রহমান বাবু এবং মিশা সওদাগরসহ অনেকে। সিনেমাটির সংগীত পরিচালনা করছেন বাংলাদেশের অর্ণব। ২০১৫ সালের ফেব্রুয়ারিতে চাঁদপুর শহরের ডাকাতিয়া নদীর পাড়ে ‘স্বপ্নজাল’র শুটিং শুরু হয়। এরপর কলকাতাসহ দেশের বিভিন্ন লোকেশনে দৃশ্য ধারণের কাজ হয়। চলতি বছরের শুরুর দিকে শুটিং শেষ করেন পরিচালক।
এর আগে ছবিটি সেন্সরে যাওয়া প্রসঙ্গে পরিচালক গিয়াস উদ্দিন সেলিম বলেন,‘আমরা ছবিটির মুক্তির অনুমতির অপেক্ষায় রয়েছি। তারপর এর মুক্তির তারিখ চূড়ান্ত করা হবে। আমিও শুনেছি ২৫ ফেব্রুয়ারি সেন্সর বোর্ডের সদস্যরা ছবিটি দেখবেন। আশা করছি আনকাট ছাড়পত্র পাবে ‘স্বপ্নজাল’ ছবিটি।’
এপার বাংলা থেকে বেঙ্গল ক্রিয়েশনস ও ভারত থেকে বেঙ্গল বার্তা প্রযোজনা করছে ‘স্বপ্নজাল’।