এ বছর ৭৫তম গোল্ডেন গ্লোব পুরস্কার বিতরণীর আসর বসেছিল ক্যালিফোর্নিয়ার বেভারলি হিলসে। আগে থেকেই জানানো হয়েছিল যৌন হয়রানির প্রতিবাদে এবারের গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড অনুষ্ঠানে কালো পোশাকে রেড কার্পেটে হাঁটবেন বিশ্বখ্যাত তারকারা। সেই দৃশ্যই দেখা গেলো অনুষ্ঠানে। এর মধ্য দিয়ে প্রতিবাদের নতুন দৃষ্টান্ত স্থাপিত হলো গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড অনুষ্ঠানে।
শোবিজ তারকাদের অ্যাওয়ার্ড অনুষ্ঠান মানেই জমকালো সাজ। তবে এবারের গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড আসরে এর ব্যতিক্রম হলো। আউটল্যান্ডারের কাইট্রিয়োনা ব্যালফে, গ্রেসের ডেবরা মেসিং, উইল অ্যান্ড, দ্যা হ্যান্ডমেইডস টেলের ইউভোন্নে স্ট্রাহোভস্কি ও ডয়েন জনসনের মতো তারকারা কালো পোশাক পড়েছেন।
শোবিজ অঙ্গনে যৌন হয়রানি ও লিঙ্গ বৈষম্যের প্রতিবাদে প্রচার অভিযানের অংশ হিসেবে সবাই কালো পোশাকে হাজির হন। অ্যাঞ্জেলিনা জোলি, নিকোল কিডম্যান থেকে শুরু করে শ্যারন স্টোনের মতো বিশ্বখ্যাত তারকাদের দেখা যায় কালো পোশাকে। এছাড়া গায়িকা থেকে নায়িকা বনে যাওয়া ম্যান্ডি মুর, গায়িকা কেলি ক্লার্কসন ও অ্যালিসন উইলিয়ামসের মতো তারকারা কালোর মধ্যে অন্য রঙের পোশাকে অনুষ্ঠানে হাজির হন।
ভিন্ন রকম এক প্রতিবাদে এবার জমেছিল গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড অনুষ্ঠান। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন স্বনামধন্য কৌতুক অভিনেতা ও রাজনৈতিক বিশ্লেষক সেথ মেয়ার।