বলিউডের এই বছরের বহুল প্রতীক্ষিত দুটি সিনেমা হল ‘সিক্রেট সুপারস্টার’ ও ‘গোলমাল এগেইন’। ‘সিক্রেট সুপারস্টার’ সিনেমায় প্রযোজনার পাশাপাশি অভিনয়ও করেছেন আমির খান। বলিউডের অন্যতম কমেডি ফ্র্যাঞ্চাইজির সিনেমা অজয় দেবগন অভিনীত ‘গোলমাল এগেইন’।
গত ১৯শে অক্টোবর, বৃহস্পতিবার দীপাবলীর দিনে মুক্তি পেয়েছে আমির খান অভিনীত সিনেমা ‘সিক্রেট সুপারস্টার’। ভারতে ১ হাজার ৭৫০ এবং ভারতের বাইরে ১ হাজার ৯০ পর্দায় মুক্তি পেয়েছে এ সিনেমাটি। মুক্তি পর থেকে দর্শক ও সমালোচকদের প্রশংসা পেলেও বক্স অফিসে খুব বেশি আয় করতে পারেনি এটি। মুক্তির প্রথম দিনে মাত্র ৪.৮০ কোটি রুপি আয় করেছে সিক্রেট সুপারস্টার। দ্বিতীয় দিনে আয় কিছুটা বেড়েছে। শুক্রবার ৯ কোটি রুপি আয় করেছে সিনেমাটি। শনিবারের আয়ের হিসাব মিলিয়ে ভারতীয় বক্স অফিসে এর আয় দাঁড়িয়েছে ২২.৭৫ কোটি রুপি। ভারতীয় একটি সংবাদমাধ্যম হতে এ তথ্য জানা যায়।
অন্যদিকে ২০শে অক্টোবর ‘গোলমাল এগেইন’ মুক্তি পেয়েছে। তবে এই সিনেমার শুরুটা বেশ ভালো ভাবেই হয়েছে। ভারতে ৩ হাজার ৫০০ ও ভারতের বাইরে ৭৩২ পর্দায় মুক্তি পায় ‘গোলমাল’ ফ্র্যাঞ্চাইজির চতুর্থ কিস্তি ‘গোলমাল এগেইন’।
মুক্তির প্রথম দিনে ৩০ কোটি রুপির কাছাকাছি আয় করেছে এটি। বক্স অফিসে বিশ্লেষক রমেশ বালা মাইক্রোব্লগিং সাইট টুইটারে এক টুইটে লিখেছেন, ‘গোলমাল এগেইন’ ভারতে ৩০ কোটি রুপির কাছাকাছি নিট আয় করেছে সত্যিই অনেক বড় অঙ্ক।’
সব মিলিয়ে ‘গোলমাল এগেইন’ এখন পর্যন্ত আয় করেছে ৫৮.৫১ কোটি রুপি। যদিও এটি ‘সিক্রেট সুপারস্টার’ এর একদিন পর রিলিজ হয়েছে। তবু বক্স অফিস আয়ের দিক থেকে এটি এগিয়ে রয়েছে।
‘গোলমাল এগেইন’ সিনেমায় অভিনয় করছেন অজয় দেবগন, টাবু, আরশাদ ওয়ার্সি, পরিণীতি চোপড়া, তুষার কাপুর, শ্রেয়াস তালপাড়, কুণাল খেমু, জনি লিভার প্রমুখ। এটি পরিচালনা করেছেন রোহিত শেঠি। অন্যদিকে ‘সিক্রেট সুপারস্টার’ সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন ‘দঙ্গল’ সিনেমাখ্যাত জাইরা ওয়াসিম। এছাড়াও অভিনয় করছেন মেহের ভিজ, রাজ অর্জুন প্রমুখ। সিনেমাটির চিত্রনাট্য ও পরিচালনায় রয়েছেন আদভাইত চন্দন।