নায়করাজের জানাজায় এলেন শাকিব খান

852

চিত্রনায়ক শাকিব খানের নামে অভিযোগ আছে যে তাকে সাধারণত চলচ্চিত্র সংশ্লিষ্ট কারও জানাজা পড়তে দেখা যায় না। এমনকি এফডিসিতে থেকেও মরদেহে শেষ শ্রদ্ধা জানান না এ চিত্রনায়ক। এর জন্য তাকে বহু সমালোচনা শুনতে হয়েছে। এবারই প্রথম তিনি জানাজায় অংশ নিলেন। নায়করাজ রাজ্জাকের জানাজায় একদম প্রথম সারিতে দেখা গেছে শাকিবকে।

শুধু তাই নয়, জানাজা শেষে এরপর রাজ্জাককে শ্রদ্ধা জানাতে ছুটে যান কেন্দ্রীয় শহীদ মিনারে।

শাকিব খান গতকাল সোমবার নায়করাজের মৃত্যুর খবর পাওয়ার পরপরই হাসপাতালে ছুটে যান। জড়িয়ে ধরে সান্তনা দেন নায়করাজের ছেলে সম্রাট ও তাঁর সহধর্মিনীকে। তাকেও কান্নারত অবস্থায় দেখা যায়। এর আগে শিল্পী সমিতির দুই মেয়াদে সভাপতি থাকাকালে শাকিব কারও জানাজায় অংশ নেননি। তখন তার পক্ষ থেকে মিশা সওদাগর ও অমিত হাসান অংশ নিতেন।

তবে রাজ্জাকের মৃত্যু শাকিব খানকে তার সমালোচিত খোলস থেকে পুরোপুরি বের করে আনতে পেরেছে। এ ধারা এখন থেকে অব্যহত থাকবে বলে আশা করা যায়।