চলে এলো প্রসেনজিৎ চ্যাটার্জির আপকামিং ছবি কিশোর কুমার জুনিয়রের ট্রেলার। বুম্বাদার ছবি মানেই নতুন কিছু। এবারো তার ব্যতিক্রম হলো না। একদম ভিন্ন স্টাইলে প্রেজেন্ট হলেন তিনি। ছবিতে কিংবদন্তি কন্ঠশিল্পী কিশোরকুমারের গানপাগল একজন ভক্ত প্রসেনজিৎ যে নিজেকে কিশোর কুমার জুনিয়ার বলে পরিচয় দেয় আর শুধু তারই গান গেয়ে স্টেজ এ পারফর্ম করে ।
” শিল্পী হতে গেলে ট্যালেন্ট লাগে। আর শিল্পীর বউ হতে গেলে লাগে সাহস…। ” ট্রেলারের শুরুতেই অপরাজিতা আঢ্যর কন্ঠে এমন কথা বুঝিয়ে দেয় এই মুভি শুধু একজন জাবরা ফ্যানের পাগলামি নিয়ে না, মুভিটির মেসেজ আরো গভীর। ট্রেলারে গানের চমৎকার কিছু লাইন মনে প্রশান্তি জুগিয়েছে । আর গানের ফাঁকে ছিল কিছুটা একশনের ছোয়া । ছিল বাবা ছেলের দ্বন্দ, উৎকন্ঠিত স্ত্রীর হতবিহ্বল দৃষ্টি । পুরোটা দেখে বোঝা যায় এই গানের টানেই জীবন রীতিমত জীবন সংশয়ে পড়তে হয় প্রসেনজিৎ ও তার স্ত্রীকে , তরপরও তিনি কিশোর কুমার ছাড়া অন্য কারো গান গাইতে জোরালো কন্ঠে আপত্তি জানান তিনি । আর এই টানাপোড়েনে শেষ পর্যন্ত কে জিতে কিশোর কুমার জুনিয়রের জেদ নাকি সে নিজে ? সে প্রশ্নের উত্তর পেতে হলে দেখতে হবে ছবিটি ।