মারা গেলেন প্রখ্যাত অভিনেত্রী রানী সরকার

125

প্রখ্যাত অভিনেত্রী রানী সরকার ৮৬ বছর বয়সে মারা গেলেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ ভোর ৪টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

তিনি বহুদিন ধরে পিত্তথলির পাথর, বাতজ্বর, জটিল কোলেলিথিয়েসিস রোগসহ নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন ষাট ও সত্তর দশকের জাতীয় পুরস্কার পাওয়া এই খল-অভিনেত্রী। এছাড়া অনেক বয়স হবার কারনেও তিনি নানান জটিল রোগে ভুগছিলেন। সাতক্ষীরা জেলার কালীগঞ্জ থানার সোনাতলা গ্রামে এই অভিনেত্রীর জন্ম। এই অভিনেত্রীর আসল নাম মোসাম্মৎ আমিরুন নেসা খানম। তার বাবার নাম সোলেমান মোল্লা এবং মায়ের নাম আছিয়া খাতুন।

২০১৬ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হন এই গুণী অভিনয় শিল্পী। এ জে কারদার পরিচালিত ‘দূর হ্যায় সুখ কা গাঁও’ চলচ্চিত্রের মাধ্যমে ১৯৫৮ সালে এই অভিনেত্রী প্রথম চলচ্চিত্রে অভিনয় করেন। আমরা তার আত্মার মাগফেরাত কামনা করছি।