মুক্তি পেল বাবা- মেয়ের প্রথম ছবির টিজার

229

মুক্তি পেল অনিল কাপুর আর সোনম কাপুরের প্রথম ছবির টিজার ‘এক লাড়কি কো দেখা তো অ্যায়সা লাগা’। ছবিতে আরও অভিনয় করেছেন রাজকুমার রাও।

১ মিনিট ১৫ সেকেন্ডের এই টিজারের প্রথমেই নস্টালজিয়া। ১৯৯৪ সালে মুক্তি পাওয়া ‘১৯৪২ : আ লাভ স্টোরি’ শিরোনামের অনন্য সেই লাভ স্টোরির আইকনিক নাম্বার ‘এক লাড়কি কো দেখা তো অ্যায়সা লাগা’ শোনা যাবে। আপনাকে এক টানে নিয়ে যাবে প্রায় আড়াই দশক পেছনে। ভারতীয় ছবির অন্যতম সেরা এই লাভ ব্যালাডটি গেয়েছিলেন কুমার শানু। গানটি লিখেছিলেন জাভেদ আখতার আর সুর ও সংগীতে ছিলেন আর ডি বর্মণ।

সোনম তার ছবির চরিত্র ব্যাখা করতে গিয়ে বলেন, ছবিটিতে আমার নাম সুইটি চৌধুরী। সত্যি ভালোবাসার পথে কোনো না-কোনো বাধা আসবেই। আর যদি না-ই আসে, তবে কিভাবে অনুভূত হবে যে ওটা সত্যি ভালোবাসা ছিল?

বাবা অনিল আর মেয়ে সোনমের জন্য বছরটা দারুণ যাচ্ছে। ফক্স স্টার স্টুডিওস, বিনোদ চোপড়া ফিল্মস আর রাজকুমার হিরানি ফিল্মস মিলে তৈরি করছে এই ছবিটি। আর পরিচালক হিসেবে শেলি চোপড়া ধর-এর এটাই প্রথম কাজ।