২০১৮ সালের অপেক্ষমান বহুল আলোচিত বেশ কিছু হলিউড মুভি

2222
সংগৃহীত

দরজায় কড়া নারছে নতুন বছর এবং সেই সাথে মুক্তি পেতে যাচ্ছে বেশ কিছু চমৎকার ও মজাদার মুভি। পিক্সার এনিমেশন সটুডিওসের বহু প্রতীক্ষিত সুপারহিরো বেসড সিকুয়াল ইনক্রিডিবলস ২ থেকে শুরু করে নারী চরিত্র কেন্দ্রিক ওশেন’স ৮ নিয়ে মুভি ম্যাজিক দেখানোর জন্য ২০১৮ পুরোপুরি প্রস্তুত।

তবে আসন্ন বছরের শুরুতে যেসব সিনেমা মুক্তি পেতে যাচ্ছে এদের মধ্যে কোন সিনেমা নিয়ে সিনামাপ্রেমীদের আগ্রহ বেশী সেটিই হচ্ছে মূল বিষয়। তবে ইন্টারনেট ভিত্তিক আমেরিকান টিকেট কোম্পানি ফানডাংগো’র শুক্রবারের প্রকাশিত ডাটা অনুযায়ী এভেনজারস ইনফিনিটি ওয়ার, ব্ল্যাক প্যান্থার এবং জুরাসিক ওয়ার্ল্ড: ফলেন কিংডম লিস্টের শীর্ষে।

দর্শকদের চাহিদানুযায়ী ২০১৮ সালের সেরা ১০ টি মুভির মধ্যে থাকছে স্টার ওয়ারস স্পিন-অফ সোলো: এ স্টার ওয়ারস স্টোরি, এ রিংকেল ইন টাইম এবং এক্স ম্যান: ডার্ক ফোনিক্স। ১০ টি মুভির ৫ টিই ডিসনি থেকে মুক্তি পাবে।

ফানডাংগোর ব্যাবস্থাপনা সম্পাদক এরিক ডেভিস বলেন, “নতুন বছরকে ঘিরে দর্শকদের মাঝে একটু ভিন্ন রকমের প্রত্যাশা আছে তবে ভক্তদের মাঝে মারভেলসের এভেনজারস ইনফিনিটি ওয়ার এবং ব্ল্যাক প্যান্থার নিয়ে আগ্রহ বেশি যা ২০১৮ সালের সবচাইতে বহুল আলোচিত মুভি এবং হলিউডের বাজারে এক যুগান্তকারী রেকর্ড তৈরি করবে।”

স্টিভেন স্পেইলবার্গের রেডি প্লেয়ার ওয়ান, এলিটা: ব্যাটেল এনজেল, এন্ট ম্যান এন্ড দ্য ওয়াস্প, প্যাসিফিক রিম আপরাইসিং, নিউ মিউট্যান্টস এবং একুয়াম্যান, ২০১৮ সালের মুভির হিট লিস্টে নেই।

ফানডাংগোর দেওয়া ২০১৮ সালের হিট লিস্টেড শীর্ষ ১০ টি মুভি রিলিজ ডেট সহ নিচে দেওয়া হলো:

১. এভেনজারস ইনফিনিটি ওয়ার (মে ৪)

২. ব্ল্যাক প্যান্থার (ফেব্রুয়ারি ১৬)

৩. জুরাসিক ওয়ার্ল্ড: ফলেন কিংডম (জুন ২২)

৪. আনটাইটেলড ডেডপুল সিক্যুয়েল (জুন ১)

৫. সোলো: এ স্টার ওয়ারস স্টোরি (মে ২৫)

৬. ইনক্রিডিবলস ২ (জুন ১৫)

৭. ফ্যান্টাস্টিক বিস্টস: দ্য ক্রাইমস অফ গ্রিন্ডেলওয়াল্ড (নভেম্বর ১৬)

৮. এ রিংকেল ইন টাইম (মার্চ ৯)

৯. এক্স ম্যান: ডার্ক ফোনিক্স (নভেম্বর ২)

১০. ওশেন’স ৮ (জুন ৮)