শাকিব খান আর জয়া আহসানকে নিয়ে যা বললেন কলকাতার “পরমব্রত”

661

বাংলাদেশের সিনেমা নিয়ে পরমব্রতর বন্ধুরা তাকে “পরম বন্ধু” বলে ডাকেন। এখানে অনেক ট্যালেন্টেড অভিনয় শিল্পী আছেন। আমার সবচেয়ে ভালোলাগার মধ্যে যা কাজ করে তা হোল এত সুন্দর মাটির কাছাকাছি গল্প তুলে আনতে পারেন বাংলাদেশের মানুষ। ভাবার ক্ষমতার দিক থেকে আমি উনাদের এগিয়ে রাখবো। সেই সাথে আরও বলেন, ভাবনাচিন্তা, ব্যবস্থাপনায় আরও একটু পেশাদারীত্ব দেখানো উচিত বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রির সাথে যুক্ত মানুষদের।
এরপর তিনি বলেন আমি শাকিব খান আর জয়া আহসানের অনেক বড় ভক্ত। তিনি আরও জানান মোস্তফা সরওয়ার ফারুকীর সিনেমা ‘শনিবার বিকেল’- ছবিতে কিছুদিনের মধ্যেই বাংলাদেশের দর্শকেরা ওনাকে দেখতে পাবেন। এতো কাজ করতে থাকি বাংলাদেশে যে ঢাকা আমার একটা বাড়ি হয়ে গেছে।
সবশেষে তিনি বলেন,দুই দেশের মধ্যে পরমব্রত চান আরও সাংস্কৃতিক আদান-প্রদান হোক, তবে তার জন্য পরমব্রত দুই দেশের তরুণ প্রজন্মকে কিছু দায়িত্ব দিতে চান। দুই দেশের ইতিহাস টা জানতে হবে, ভূগোল টা বুঝতে হবে। তাহলেই বোঝা যাবে নাড়ির টান আছে । এই থিংকিং অভিনেতা বলেন আমার কাছে বাংলা সিনেমার আকর্ষণ সম্পূর্ণ আলাদা ।