অবশেষে বিয়ের বন্ধনে সোনম কাপুর-আনন্দ আহুজা! (ভিডিও)

222

অনেক জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বিয়ে করে ফেললেন বলিউড ডিভা সোনম কাপুর এবং আনন্দ আহুজা। বান্দ্রায় অবস্থিত সোনমের খালা কবিতা সিংয়ের রকডেল বাংলোতে হয় বিয়ের আনুষ্ঠানিকতা। শিখ রীতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সারার পর মুম্বাইয়ের লীলা হোটেলে বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করা হয়।

ভিডিওতে দেখুন বিয়ের কিছু অংশ ঃ

দেখে নিন বিয়েতে ভাইরাল হওয়া ছবিগুলোঃ

বিয়েতে  আনন্দ আহুজা পরেছিলেন সোনালি রং শেরওয়ানি, সাথে পাগড়ি আর গলায় রুবি পাথরের মালা।

আর সোনম কাপুর পরেছিলেন ওয়েডিং-কস্টিউম এক্সপার্ট ডিজাইনার অনুরাধা ওয়াকিল-এর ডিজাইন করা একটি সুন্দর লাল লেহেঙ্গা ।

 

 

জনপ্রিয় এ নায়িকার বিয়ের অনুষ্ঠানে বসেছিলো তারার মেলা , রানী মুখার্জি , সাইফ আলী খান , অনিল কাপুর কারিশমা কপূর , কারিনা কাপুর সহ বিয়েতে উপস্থিত ছিলেন বলিউডের নামি সব তারকা।