সালমান-শাহরুখরা পারলে আমরা কেন পারব না?: শাকিব খান

753
ছবিঃ সংগৃহীত

ঢালিউডের কিং শাকিব খান আবারো নতুন লুকে দর্শকের সামনে হাজির হয়েছেন। গত সপ্তাহে পশ্চিমবঙ্গের একশ’র বেশি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ঢাকাই ছবির এই শীর্ষ তারকা অভিনীত নতুন ছবি ‘চালবাজ’। এসকে মুভিজের প্রযোজনায় ছবিটি পরিচালনা করেছেন ভারতের পরিচালক জয়দীপ মুখার্জি। আসছে শুক্রবার বাংলাদেশের প্রেক্ষাগৃহেও ছবিটি মুক্তি পেতে যাচ্ছে।

গত ২২শে এপ্রিল লন্ডন থেকে ঢাকায় ফিরেন শাকিব খান। লন্ডনে ‘ভাইজান এলো রে’ নামে একটি নতুন ছবির কাজ শেষ করেছেন। শাকিব খান বলেন, ‘পশ্চিমবঙ্গে ‘চালবাজ’ দর্শকরা বেশ পছন্দ করছে। এদিকে বাংলাদেশে তো সোমবার বিনাকর্তনে ছবিটি ছাড়পত্র পেয়েছে। তাই এটি বাংলাদেশেও ভালো ব্যবসা করবে বলে আশা করছি।’

ছবিটি পহেলা বৈশাখে মুক্তি দেওয়ার কথা থাকলেও অনুমতি না পাওয়ায় দেরিতে মুক্তি পাচ্ছে বাংলাদেশে। এ প্রসঙ্গে শাকিব খান বলেন, ‘ছবির মার্কেট যত বড় হবে ব্যবসা তত বাড়বে। সালমান খান, শাহরুখ খান বা আমির  খানের মতো তারকারা দর্শকদের রুচি বুঝে সময়মতো সারা বিশ্বে একসঙ্গে ছবি মুক্তি দিচ্ছেন। বাংলাদেশে পহেলা বৈশাখে একই সময়ে ছবিটি মুক্তি পেলে হয়তো আরও ভালো হতো। ছবির মার্কেট বাড়তো।’

তিনি আরো বলেন, ‘তবে এখন ছবিটি মুক্তি পেলেও দর্শকরা পছন্দ করবে বলে আমি আশা করছি। আমি মনে করি, ছবির বাজারটা আমাদের সবেমাত্র বড় হতে শুরু করেছে। সামনে আন্তর্জাতিকভাবে আরও বড় হবে। আর সারাবিশ্বে একসঙ্গে একসময় বাংলা ছবি মুক্তি পাবে। সেসময় আর খুব বেশি দূরে নয়। তবে সেজন্য সকলের সহযোগিতা ও আন্তুরিকতা খুব বেশি প্রয়োজন।’

লন্ডনে সম্প্রতি শুটিং শেষ করে আসা ‘ভাইজান এলো রে’ ছবি প্রসঙ্গে শাকিব বলেন, ‘ছবির কাজ ভালো হয়েছে। এ ছবির শুটিং লোকেশন, গল্প, গান সবকিছুই দর্শক পছন্দ করবে। শ্রাবন্তী ও পায়েল সরকার আমার বিপরীতে অভিনয় করেছেন। ছবির ডাবিং শুধু বাকি রয়েছে। সে কাজে কয়েকদিন পর কলকাতায় যাবো।’

ঢাকায় ওয়াজেদ আলী সুমনের ‘ক্যাপ্টেন খান’ ও আশিকুর রহমান আশিকের ‘সুপারহিরো’ ছবির কিছু কাজ কয়েকদিন করবেন এই ঢালিউডের সুপারস্টার। এদিকে উত্তম আকাশের ‘চিটাগাইঙ্গা পোয়া, নোয়াখাইল্যা মাইয়া’ ছবির কাজ এরইমধ্যে শেষ করেছেন শাকিব। এ ছবিতে তার বিপরীতে অভিনয় করেছেন শবনম বুবলী। এছাড়া শাকিব খান ও ববি অভিনীত ‘নোলক’ নামেও একটি ছবির কাজ বাকি রয়েছে। রাশেদ রাহা পরিচালিত এ ছবিতে আরও অভিনয় করেছেন ওমর সানী ও  মৌসুমী। ভারতের হায়দরাবাদে এ ছবির বেশকিছু অংশের কাজ হয়েছে। শাকিব সবশেষে বলেন, সামনে যেসব ছবিতে কাজ করতে যাচ্ছি, প্রত্যেকটি ছবির গল্প ও চরিত্র আলাদা। আমি দর্শকের কাছে নতুন লুকে নতুন ভাবে আসতে চাই। দর্শকদের ঠকাতে চাই না। দর্শকরা যে ধরনের ছবি পছন্দ করেন এবং যেভাবে আমাকে দেখতে চান সেভাবেই সামনের কাজগুলো করছি আমি। আমার কাছে সবার আগে দর্শক। তারপর অন্যকিছু।