ঠগবাজ নয়, রংবাজ নয়, ‘চালবাজ’ হয়ে খুব শীঘ্রই পর্দা কাঁপাতে আসছেন শাকিব খান। শাকিব-শুভশ্রীর জুটির আপকামিং মুভি চালবাজ নিয়ে ভক্তদের আগ্রহ যে আকাশচুম্বই তা আর নতুন করে বলার অপেক্ষা রাখে না। সম্প্রতি এই ছবির ট্রেলার প্রকাশ পায় আর সাথে সাথেই তা ভাইরাল হয়ে যায়। একই ভাবে শুটিংয়ের দৃশ্যগুলো প্রকাশের সাথে সাথেই ভক্তদের সেগুলো নিয়ে উন্মাদনা ছিল চোখে পড়ার মতন। আজ জানা গেল দারুন একটা খবর। আর তা হলো আগামী বৃস্পতিবার রিলিজ হতে যাচ্ছে চালবাজ সিনেমার টাইটেল ট্রাক। এস্কেমুভিজের টুইটার একাউন্ট থেকে টুইট করে জানানো হয়েছে খবর টি। অবশেষে শুধুমাত্র ভারতীয় ছবি হিসেবে এই এপ্রিলে মুক্তি পেতে যাচ্ছে জয়দীপ মুখার্জি পরিচালিত ছবিটি।
উল্লেখ্য, ট্রেলার প্রকাশের পরপর অন্যরকম বিতর্ক তুলে ‘চালবাজ’। কারণ শুরুতে বলা হয় এটি যৌথ প্রযোজনার সিনেমা কিন্তু এখন বলা হচ্ছে, শুধু ভারতীয় বিনিয়োগে নির্মিত হয়েছে। কারণ হিসেবে জানানো হয়, যৌথ প্রযোজনার প্রিভিউ কমিটিতে অসঙ্গতি দেখিয়ে চিত্রনাট্যে অনুমোদন দেয়নি। সে খবর গোপন রেখেই সিনেমাটি নির্মিত হয়।
ওই সময় জানানো হয়, ‘চালবাজ’ পরিচালনা করছেন জয়দীপ মুখার্জি ও অনন্য মামুন। প্রযোজনা করছে এসকে মুভিজ ও অ্যাকশনকাট এন্টারটেইনমেন্ট। প্রকাশিত ট্রেলারে অনন্য মামুন বা অ্যাকশনকাটের কোনো উল্লেখ নেই। সিনেমাটি এপ্রিলে ভারতে মুক্তি পাবে। বাংলাদেশে সাফটা চুক্তির আওতায় মুক্তি পাওয়ার কথা রয়েছে।
‘চালবাজ’-এ শাকিব-শুভশ্রী ছাড়া অন্যান্য চরিত্রে রয়েছেন সুব্রত ও রেবেকার মতো বাংলাদেশী কয়েকজন অভিনয়শিল্পী।