‘বালিঘর’ শুরু হওয়ার আগেই কলকাতার নতুন সিনেমায় শুভ

572
ছবি: সংগৃহীত

চিত্রনায়ক আরিফিন শুভ সম্প্রতি আনুষ্ঠানিকভাবে কলকাতার নন্দিত নির্মাতা অরিন্দম শীলের পরিচালনায় যৌথ প্রযোজনার ছবি ‘বালিঘর’-এ চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। মার্চে শুরু হবে ‘বালিঘর’-এর শুটিং। কিন্তু তার আগেই নতুন আরেক চমক শোনালেন শুভ!

রঞ্জন ঘোষ পরিচালিত কলকাতার লোকাল প্রোডাকশনের ছবি ‘আহারে’ অভিনয় করছেন শুভ।  অরিন্দম শীলের পরিচালনায় ‘বালিঘর’-এ অভিনয়ের আগেই কলকাতার লোকাল প্রোডাকশনের ছবিতে অভিনয় করতে যাচ্ছেন তিনি।

শুভ বলেন, ‘বালিঘর’-এর আগেই কলকাতার একেবারে লোকাল প্রোডাকশনের একটি ছবিতে কাজ করতে যাচ্ছি। ছবির নাম ‘আহারে’। ছবিটি নির্মাণ করবেন রঞ্জন ঘোষ। ‘আহারে’ ছবিতে তার বিপরীতে অভিনয় করবেন কলকাতার জনপ্রিয় চিত্রনায়িকা ঋতুপর্ণা সেন।

অরিন্দমের যৌথ প্রযোজনার ছবি ‘বালিঘর’ ছবিতে শুভর বিপরীতে অভিনয় করবেন তারকা অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা।

দেশীয় সিনেমায় কাজ প্রসঙ্গে শুভ বললেন, ‘শিহাব শাহীন পরিচালিত ‘মন ফড়িং’-এ অভিনয় করছি। এছাড়া বেশ কয়েকটি প্রজেক্টে কাজের কথা হচ্ছে, চূড়ান্ত হলে জানাবো’।