কলকাতার প্রথম সারির প্রযোজনা প্রতিষ্ঠান এসভিএফ গতকাল দিয়েছে দারুন এক চমক আর তা হল তারা একই সাথে ২৫ টি ছবির কাজ হাতে নিয়েছে।
তবে এসভিএফ এর ফেসবুক পেজ থেকে আরো একটি দারুন খবর মিলেছে সেটি হচ্ছে তারা বিগ বাজেটের এক মুভির ঘোষণা দিয়েছে। বিরসা দাসগুপ্তা পরিচালিত সিনেমাটির নাম ক্রিসক্রস। তবে মূল চমকের বিষয় হচ্ছে এ সিনেমায় দেখা যাবে একজন দুইজন নয়, পাঁচজন তারকা নায়িকাকে। তারা হলেন নুসরাত জাহান , মিমি চক্রবর্তী , স্বস্তিকা , সোহিনী ও প্রিয়াঙ্কা।
‘কারমা ইস এ বিচ’ ট্যাগ লাইনে নির্মিত হতে যাওয়া এ ছবির স্ক্রিপ্ট রাইটার মৈনাক ভৌমিক, মিউজিক এবং এডিটে থাকবেন শুভ প্রমানিক, কসটিউম ডিজাইন জয়ন্তী সেন, সাউন্ড ডিজাইন অদীপ অনিন্দিত ।
সামারঞ্জিতের বেস্ট সেলার ক্রিসক্রস এর উপর ভিত্তি করে সিনেমাটির গল্প লেখা হয়েছে। সিনেমাটি এ বছরই মুক্তি পাবে।