‘ইয়েতি অভিযান’ মুভি রিভিউ

842
সংগৃহীত।

রিলিজ হলো বরফ আর পাহাড়ের হাতছানি দেওয়া “ইয়েতি অভিযান”। স্নো ম্যান ইয়েতির খোঁজে এবার রোমহর্ষক অভিযানে বেরিয়েছেন কাকাবাবু রুপি প্রসেনজিৎ । সঙ্গে অবশ্যই রয়েছে সন্তু । রহস্য উন্মোচনে কাকাবাবু পৌঁছেছেন গোরক্ষেপ মালভূমিতে। সেখানে ইয়েতির আক্রমণের খবর পেয়েই পৌঁছে যান কাকাবাবু ও সন্তু। বরফে মোড়া দুর্গম পাহাড় পেরিয়ে কাকাবাবু উদ্ঘাটন করেন, ঘটনার নেপথ্যের আসল সত্য।

‘ইয়েতি অভিযান’ এর চমৎকার দিক গুলো হল-

১. দিনকে দিন অভিনয়ের নতুন দক্ষতা নিয়ে নিজেকে পেশ করছেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। এই ছবিতেও নিজের ১০০ শতাংশ দিয়েছেন ‘অভিনেতা’ প্রসেনজিৎ।

২. সন্তুর ভূমিকায় আরিয়ান আগের চেয়ে পরিনত অভিনয় করেছে ।

৩. গোটা ছবিতে যেভাবে রিল্যাল লোকেশনে শ্যুটিং করা হয়েছে, তার জন্য় ইতিমধ্যেই প্রযোজক মনি মোহতার সাহসের প্রশংসা করেছেন মেগাস্টার প্রসেনজিৎ।

৪. যদিও ছবিতে গানের চেয়েও ব্যাকগ্রাউন্ড মিউজিকের প্রয়োজন বেশি। সেই জায়গা থেকে নিজের দায়িত্ব সযত্নে পালন করেছেন ইন্দ্রদীপ।

৫. এই ছবিতে লাইটের কারসাজি ছিল রীতিমতন শ্বাসরুদ্ধকর। বিশেষ করে গুহার ভেতরের স্থানের দৃশ্যে লাইটিং ছিল দুর্দান্ত।

৬. ডায়লগগুলো ছিল বরাবরের মতই অসাধারন।

আর রেটিং নামিয়ে দেওয়া দিকগুলোর মধ্যে ছিল-

১. চিত্রনাট্যকে সাজাবার ক্ষেত্রে আরও একটু সচেতনতা আশা করেছিলেন সৃজিত-প্রেমীরা

২. সম্পাদনার মান ছিল দুর্বল, আরো ভালো করার সুযোগ ছিল

৩. চলচ্চিত্রগ্রহন শিল্প ও ছিল মধ্যম মানের

৪. কাকাবাবুর গল্প পড়ার  সেই রোমাঞ্চকর অনুভূতির সঙ্গে যদি এই সিনেমার তুলনা করেন, তাহলে অবশ্যই পস্তাতে হবে।

সব মিলিয়ে আমরা এই ছবির রেটিং দিয়েছি ৫ এ  ৩.৫।