বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা ও নির্মাতা কাজী হায়াত তথ্যমন্ত্রীর নিকট হাতজোড় করে চলচ্চিত্রে চলমান সংকটের সমাধান চাইলেন।
রাজধানীর সোনারগাঁও হোটেলে রোববার সন্ধ্যায় জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত বেপরোয়া ছবির মহরতে তথ্যমন্ত্রীর উপস্থিতিতে কাজী হায়াৎ বলেন, ‘আমাদের চলচ্চিত্রে যে বিভাজন তৈরি হয়েছে সেটা এখনই দূর করা প্রয়োজন। না হলে চলচ্চিত্র শিল্প অচিরেই ধ্বংস হয়ে যাবে। তাই আমি তথ্যমন্ত্রীর কাছে হাতজোড় করে অনুরোধ করছি, আপনি এই বিভাজন দূর করুন।’
বাপ্পারাজের কথা প্রসঙ্গে কাজী হায়াৎ বলেন, ‘রাজ্জাক সাহেবের ছেলে বাপ্পারাজ ফিল্মে বিভাজন দূর না হলে এফডিসিতে আসবে না বলে জানিয়েছেন। এটা আমার ও সবার জন্য খুব লজ্জার বিষয়। সব ভুলে আবার একসঙ্গে কাজ করা উচিত আমাদের।’
একাধিকবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত এই অভিনেতা আরো বলেন, ‘আমার পা থেকে মাথা পর্যন্ত অভিনয় জড়িয়ে আছে। ৮ বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছি, অজস্র আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিয়েছি। অভিনয় থেকে পেয়েছি অনেক। আমি পেশাদার অভিনেতা নই, কিন্তু আজ এই একাত্তর বছর বয়সে আমি নিজেকে শুধুই একজন অভিনেতা মনে করি। এই ছবিতেও আমি অভিনয় করতে যাচ্ছি। পেশাদার অভিনেতাই এখন আমার পরিচয়। আজ এই সময়ে এসে চলচ্চিত্রের বিভাজন আমাকে কষ্ট দেয়, কষ্টে বুক ভেঙে যায়। চলচ্চিত্রের দুরবস্থা দূর করতে হবে। বিভাজন দূর করতে হবে’।
কলকাতার নির্মাতা রাজা চন্দ এর পরিচালনায় ‘বেপরোয়া’ ছবিতে ববি ও রোশান ছাড়াও আরো অভিনয় করছেন কাজী হায়াৎ, নাদের চৌধুরী, তারিক আনাম খান, মিনা রহমান, কমল, নানাশাহ, শিবা সানু প্রমুখ। ‘বেপরোয়া’ ছবির শুটিং শুরু হবে ঈদের পরই। বাংলাদেশ, ভারত ও ইউরোপের কয়েকটি দেশে ছবির চিত্রধারন করা হবে।