গত জানুয়ারি মাসে মুক্তির পর থেকে এ পর্যন্ত দেসপাসিতো’ গানটি ইউ টিউব এ দেখা হয়েছে ২৪০ কোটিবারের মতো। শুধু তাই নয় এই গানটি দ্বারা বদলে গেলো সেই দেশের ভাগ্য ।আক্ষরিক অর্থেই বিষয়টি অভাবনীয় ও অবিশ্বাস্য। কিন্তু বাস্তবে সেই অসম্ভবকেই সম্ভব করে দেখিয়েছে স্প্যানিশ গান ‘দেসপাসিতো’। মাত্র দুই মাস আগের ঘটনা। ৭০ মিলিয়ন ডলার বৈদেশিক ঋণ মেটাতে না পেরে পুয়ের্তো রিকোর গভর্নর রিকার্দো রোসেলো দেউলিয়া ঘোষণা করেছিলেন দেশটিকে। কিন্তু মাত্র এ কয়দিনের ব্যবধানেই, পুয়ের্তো রিকান গায়ক লুইস ফনসি ও ড্যাডি ইয়াংকির সাড়া জাগানো গান ‘দেসপাসিতো’র কল্যাণে ঘুরে গেছে দেশটির অর্থনীতির চাকা, এবং পর্যটনশিল্প থেকে অভূতপূর্ব আয়ের মাধ্যমে তা ক্রমশই চাঙ্গা হয়ে উঠছে। পুয়ের্তো রিকান জাতীয় দৈনিক ‘উন নুয়েভো দিয়া’য় প্রকাশিত এক প্রতিবেদন থেকে জানা যায়, ‘দেসপাসিতো’ গানটির ফলে বর্তমানে অন্য যেকোন সময়ের চেয়ে দেশটির প্রতি পর্যটকদের আকর্ষণ বেড়েছে। বলা চলে এই মুহূর্তে পর্যটকদের সকল আকর্ষণের কেন্দ্রবিন্দুতেই রয়েছে ৯,১০৪ বর্গকিলোমিটার আয়তনের উত্তর-পূর্ব ক্যারিবীয় সাগরে অবস্থিত উত্তর আমেরিকা মহাদেশের ছোট্ট এই দেশটি। উল্লেখিত প্রতিবেদন অনুযায়ী, ‘দেসপাসিতো’ গানটি দেখে এখন অনেকেই সেই দেশে ঘুরতে যাচ্ছে। তাই পর্যটন খাতে গত দুই মাসে পুয়ের্তো রিকোর আয় বেড়ে গেছে ৪৫ শতাংশ।