‘বেবো’ খ্যাত বলিউড সুপারস্টার কারিনা কাপুরকে সর্বশেষ পর্দায় দেখা গিয়েছিল ২০১৬ সালে ‘উড়তা পাঞ্জাব’ ছবিতে। এরপর সাইফ-কারিনার ঘরে জন্ম নেয় তৈমুর আলী খান। ফলে ছবি থেকে দূরে সরে যান তিনি। নিজের আসন্ন ছবি ‘ভিড়ে ডি ওয়েডিং’ দিয়ে আবারও চলচ্চিত্রে ফিরছেন কারিনা।
কেমন হতে যাচ্ছে কারিনার প্রত্যাবর্তনের ছবি এ প্রসঙ্গে কারিনা বলেন, ‘এটা ভিন্ন ধরনের ছবি। চার বান্ধবীর গল্প। এটা ছেলে ও মেয়ের দেখা হলো, এরপর প্রেম হলো— ওই ধরনের ছবি না। যেটা আমি আগে অনেক করেছি। তাই আমি চাই এটা ভিন্ন ধরনের গল্পের ছবি হোক। নারীদের দ্বারা নির্মিত ছোট একটা ছবি। ছবির প্রযোজক রেহা (কাপুর) ও একতা (কাপুর)। আমি মনে করি এটা অসাধারণ একটা ছবি এবং লোকে ছবিটির তারিফ করবে।’
ছবিতে সোনমের সঙ্গে কাজ করা নিয়ে কারিনা বলেন, ‘আমি মনে করি আমার জন্য সবসময় একটি জায়গা নির্ধারণ করা আছে। সময় বদলাবে, প্রজন্ম বদলাবে, লোক আসবে ও যাবে, কিন্তু আমি এই রকমই থাকব। এটা আমার আত্মবিশ্বাসের কারণে হতে পারে। এটা একইভাবে সামনে এগিয়ে যাবে। আমি প্রশংসা গ্রহণ করি, কিন্তু আমি সেটাকে নিজের মাঝেই রাখি। আমার প্রথম ছবি রিফিউজি থেকে ভিড়ে ডি ওয়েডিং পর্যন্ত এমনটাই করে আসছি।’
ছবিতে নারীর আধিক্য নিয়ে কারিনা বলেন, ‘আমি মনে করি আমি সবসময় বেশি কিছু অসাধারণ নারী পরিচালকের সঙ্গে কাজ করেছি। আমি রিমা কাগতির সঙ্গেও কাজ করেছি। সে অসাধারণ ছবি নির্মাণ করে। যেমন তালাশ। আমি জয়া আক্তারের সঙ্গে কাজ করেছি এবং রিহার সঙ্গেও কাজ করেছি। নারীদের জন্য ভারতীয় সিনেমাতে অনেক দরজা খোলা রয়েছে।’
জুন মাসেই মুক্তি পেতে যাচ্ছে সোনম-কারিনার ছবি ‘ভিড়ে দি ওয়েডিং’। আগামী ১ জুন ছবিটি মুক্তি পাবে । বালাজি মোশনস পিকচার্সের ব্যানারে ছবিটি পরিচালনা করছেন সশাঙ্ক ঘোষ।