দেবের আমাজন অভিযান একটার পর একটা চমক দিয়েই যাচ্ছে। চমকের খবরটা এস ভি এফ তাদের টুইটার একাউন্ট থেকেই দিলেন। বোঝাই যাচ্ছে বড়দিনের মরশুমে বাংলার সবচেয়ে ‘বড়’ ছবির প্রচারে এতটুকু খামতি রাখতে নারাজ শ্রীভেঙ্কটেশ ফিল্মস। সবচেয়ে বড় পোস্টারের পর এবার তাদের চ্যালেঞ্জ অ্যামাজন অভিযান-এর গ্রাফিক নভেল।
পরিচালক থেকে ঔপন্যাসিক হয়ে গেলেন কমলেশ্বর মুখোপাধ্যায়। তাঁর ‘চাঁদের পাহাড়’ বক্স অফিসে রেকর্ড সৃষ্টি করার পর উৎসাহিত হয়ে পরিচালক নিজেই লিখে ফেললেন ‘চাঁদের পাহাড়’-এর এক্সটেন্ডেড ভার্সন ‘অ্যামাজন অভিযান’। শ্রীভেঙ্কটেশ ফিল্মসের ব্যানারে তো ইতিমধ্যে আস্ত একটা সিনেমাই বানিয়ে ফেলেছেন তিনি। স্বাভাবিকভাবেই নায়ক দেব। কিন্তু ‘অ্যামাজন অভিযান’ হলে গিয়ে দেখার আগেই এই গল্পের স্বাদ নেওয়ার সুযোগ এখন দর্শকদের হাতের মুঠোয়। অবাক হওয়ার কিছু নেই। অ্যামাজন অভিযান নিয়ে একটি আস্ত গ্রাফিক নভেল প্রকাশের তোড়জোড় সম্পূর্ণ প্রযোজনা সংস্থার। কমলেশ্বরের ভাষায়, “আসলে এই ছবিটা বিভূতিভূষণবাবুকে আমার শ্রদ্ধার্ঘ্য। তিনিই তো আমার অবচেতনে আর এক শংকরের জাগরণ ঘটিয়েছেন’। ” আগামী ১১ নভেম্বর এই গ্রাফিক নভেলের আনুষ্ঠানিক প্রকাশ হবে। প্রকাশনা অনুষ্ঠানে কমলেশ্বর সাথে থাকবেন দেবও।
বাংলা ও ইংরেজি দুই ভাষাতেই পাওয়া যাবে ‘অ্যামাজন অভিযান’। ই-বুক ফরম্যাটেও পড়া যাবে। ই-কমার্স ওয়েবাসাইটেও মিলবে বইটি। ই-কমার্স ওয়েবাসাইটেও মিলবে বইটি। অলংকরণ অর্ঘ্য দাসের এবং প্রচ্ছদ অ্যানোনিমাস ডিজিটাল। চিত্রনাট্য অনিশা ব্রহ্ম ও সম্পাদনায় ঋদ্ধি মৈত্র। রিসার্চ ওয়ার্ক অনির্বাণ ভট্টাচার্য ও শ্রমণা ঘোষ।